কেকের মৃত্যুতে উদ্বিগ্ন শানের ছেলেরা, জোর করে বাবাকে পাঠায় ডাক্তারের কাছে
জনপ্রিয় সংগীতশিল্পী কেকে-র মৃত্যু নাড়িয়ে দিয়েছে সকলকে। যে মানুষটা কিছুক্ষণ আগেও স্টেজে লাইভ শো করেছেন, তার যে হার্ট অ্যাটাকে মৃত্যু হতে পারে তা কেউই ভাবতে পারেনি। এবার কেকেরই সহকর্মী এবং ভারতের আরেক জনপ্রিয় শিল্পী শান জানালেন, কেকে মারা যাওয়ার পর থেকে তার কাছে অনেক মেসেজ এসেছে, সকলেরই অনুরোধ যাতে তিনি নিজের খেয়াল রাখেন।
কলকাতার নজরুল মঞ্চে প্রোগ্রাম শেষ করে হোটেলে ফিরেই মারা যান কেকে। প্রয়াত গায়কের ময়নাতদন্তকারী চিকিৎসকেরা জানিয়েছেন, তার হার্টে বেশ কিছু ব্লকেজ ছিল। তারা আরও জানান, কেকের হার্টের সমস্যা ছিল বহুদিনের, তিনি যেটিকে অ্যাসিডিটি ভেবে ওষুধ খেয়ে যাচ্ছিলেন।
শান সম্প্রতি জানালেন তার দুই ছেলে সোহম আর শুভ মুখোপাধ্যায় তাকে জোর করে ডাক্তারের কাছে পাঠিয়েছে চেকআপের জন্য। ছেলেদের অনুরোধ মেনে তিনি সময় বের করে গিয়েছেন ডাক্তারের কাছে, সঙ্গে শান অনুরোধ করেন সবাই যেন সময় বের করে নিয়মিত ডাক্তারের কাছে গিয়ে চেকআপ করে।
কলকাতার উদ্যোক্তদের পক্ষ থেকে কী কোনও খামতি ছিল কিনা জানতে চাওয়া হলে শান জানান, 'শুধুমাত্র শিল্পীদের জন্য নয়, ৩০০-৪০০ লোক হলেই দর্শকদের ক্ষেত্রেও যে কোনও রকমের দুর্ঘটনা ঘটতে পারে। একটা শো করার জন্য নানা ধরনের অনুমতি নিতে হয়, খরচসাপেক্ষও। শোয়ে অ্যাম্বুলেন্স উপস্থিত রাখাটা নিয়মের মধ্যেই পড়ে।
প্রত্যেক ইভেন্ট কোম্পানিরই এগুলো রাখা উচিত। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই ধরনের ব্যবস্থাপনা জটিল হচ্ছে। আমরা সবাই এমন শো করি যখন ভিড় আমাদের আতঙ্কিত করে তোলে। কিন্তু লাইভ শো-র সময় তুমি কীইবা করতে পারবে! তোমাকে শো করতেই হবে। আমি জানি কেকে মাসে আটখানার বেশি শো করতই না। নিজের খেয়াল রাখত।'
শান বলেন, কেকে মারা যাওয়ার পর অনেকেই তাকে মেসেজ করেছে- 'নিজের খেয়াল রেখো', 'নিজের যত্ন নিও' লিখে। তার ছেলেরাও তাকে বলে ডাক্তারকে দেখিয়ে আসতে। এরপর তিনি যান চেকআপে।
শান বলেন, 'আমার এটা ভাবলেও খারাপ লাগে ওর আশেপাশের কেউ বুঝল না ওর যে হার্টের সমস্যা। আমি সবাইকে বলতে চাই, ৪০ পেরিয়ে গেলে কোনওরকম ঝুঁকি না নিয়ে দু'বছর পরপর হেলথ চেকআপ করানো উচিত।'
- সূত্র- হিন্দুস্তান টাইমস