বিনোদন
আলিয়ার আলোচিত মেট গালার শাড়ির পেছনে রয়েছে ১৫৩ জন কারিগরের ১,৯৬৫ ঘণ্টার পরিশ্রম
সব্যসাচীর ডিজাইনকৃত শাড়িটি ছিল সাদার মধ্যে প্যাস্টেল সবুজ রঙের। নেটের শাড়িতে ছিল সাদা আর গোলাপি ফুলের চোখ ধাঁধানো এমব্রয়ডারি কারুকাজ। শাড়ির ২৩ ফুট লম্বা আঁচল ছিল চোখে পড়ার মতো।