না ফেরার দেশে পেপার রাইম ব্যান্ডের গায়ক সাদ
নব্বইয়ের দশকের জনপ্রিয় ব্যান্ড পেপার রাইমের ভোকালিস্ট আহমেদ সাদ (৫২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত ১১টা ৫৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাদের মৃত্যু হয়েছে।সাদ এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন।
পেপার রাইম ব্যান্ডের সদস্য অনিন্দ্য কবির অভিক গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরে কণ্ঠনালির ক্যান্সারে ভুগছিলেন তিনি।
তিনি আরও জানান, কয়েকদিন আগে হৃদ্রোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এই হাসপাতালেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
অনিন্দ্য কবির অভিক জানান, আগামীকাল বৃহস্পতিবার (২৫ এপ্রিল) জোহরের পর সাদের জানাজা হবে। এরপর মিরপুর বুদ্ধিজীবী করবস্থানে তাকে সমাহিত করা হবে।
১৯৯২ সালের ২৪ জানুয়ারি সাদ, নাসের, রাশেদ, সুমন, অভিক; এই পাঁচ বন্ধুর হাত ধরে যাত্রা করেছিল পেপার রাইম।
মাত্র একটি অ্যালবাম প্রকাশ করেই শ্রোতাদের মনে জায়গা করে নেয় ব্যান্ডটি। শিল্পী হিসেবে খ্যাতি পান আহমেদ সাদ।
নিজেদের ব্যান্ডের নামেই ছিল অ্যালবামটি। যেখানে ছিল জনপ্রিয় 'অন্ধকার ঘরে', 'আকাশের কী রং', 'এলোমেলো' প্রভৃতি গানগুলো। এর মধ্যে 'অন্ধকার ঘরে'র মত গানের জন্য ৯০ এর দশকের শ্রোতাদের কাছে পরিচিতি ছিলেন এই গায়ক।