মামা আমিরের ‘হ্যাপি প্যাটেল’ দিয়ে বলিউডে ফিরছেন ইমরান খান, শুটিং শুরু
প্রায় নয় বছর আড়ালে থাকার পর অবশেষে বলিউডে ফিরছেন 'জানে তু…ইয়া জানে না' তারকা ইমরান খান। মামা আমির খানের প্রযোজনা সংস্থার হাত ধরে সিনেমায় ফিরছেন তিনি।
পিপিং মুন-এর প্রতিবেদনে বলা হয়েছে, 'হ্যাপি প্যাটেল' নামের একটি কমেডি সিনেমার মাধ্যমে প্রত্যাবর্তন হবে এই অভিনেতার।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, একটি সূত্র পিপিং মুনকে জানিয়েছে, 'ইমরান অবশেষে তার প্রত্যাবর্তনের প্রজেক্ট ঠিক করে ফেলেছেন।' এর প্রায় আট মাস আগে, গত বছর চলচ্চিত্রে ফিরতে পারেন বলে ইঙ্গিত দিয়েছিলেন তিনি।
আমির খান প্রোডাকশনস-এর কমেডি সিনেমা 'হ্যাপি প্যাটেল'-এ অভিনয় করবেন তিনি। ইতিমধ্যে গোয়ায় সিনেমাটির শুটিং শুরু হয়েছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে।
পিপিং মুনের প্রতিবেদনে আরও বলা হয়, 'হ্যাপি প্যাটেল'-এর মাধ্যমেই পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে কমেডিয়ান-অভিনেতা বির দাসের। ইমরান ও বির ২০১১ সালে 'দিল্লি বেলি'তে একসঙ্গে অভিনয় করেছিলেন। এখন সহশিল্পীর পরিচালনাতেই অভিনয়ে ফিরছেন তিনি।
এর আগে ভোগ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনয় থেকে বিরতি নেওয়ার কারণ সম্পর্কে জানান ইমরান। ওই সাক্ষাৎকারে তিনি বলেন, '২০১৬ সালে আমি ভেতরে ভেতরে ভেঙে পড়ি। কপালগুণে আমি এমন একটি ইন্ডাস্ট্রিতে কাজ করছিলাম, যেখান থেকে ভালো টাকা আসত। তাই বয়স ৩০ হওয়ার আগেই টাকাপয়সা নিয়ে দুশ্চিন্তা থেকে মুক্তি পেলাম।'
এরপরই ইমরান অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নেন। তখন তিনি সদ্য বাবা হয়েছেন। ভোগ ইন্ডিয়াকে এই অভিনেতা বলেন, 'সিদ্ধান্ত নিলাম, আর অভিনেতা হিসেবে কাজ করব না। এখন আমার নিজেকে ঠিক করতে হবে; আমার মেয়ের জন্য পূর্ণ সুস্থ ও সবল থাকতে হবে।'
ইমরানের উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে 'জানে তু…ইয়া জানে না', 'দিল্লি বেলি', 'লাক', 'মেরে ব্রাদার কি দুলহান', 'আই হেইট লাভ স্টোরিজ' ও 'এক ম্যায় অউর এক তু'। সর্বশেষ ২০১৫ সালে তাকে কঙ্গনা রানাওয়াতের সঙ্গে 'কাট্টি বাট্টি' সিনেমায় দেখা গিয়েছিল। এর তিন বছর পর তিনি 'মিশন মার্স: কিপ ওয়াকিং ইন্ডিয়া' নামক শর্ট ফিল্ম পরিচালনা করেন।
উল্লেখ্য, মামা আমির খানের হাত ধরেই ১৯৮৮ সালে 'কেয়ামত সে কেয়ামত তক' সিনেমায় শিশুশিল্পী হিসেবে রুপালি পর্দার দুনিয়ায় পা ফেলেন ইমরান; প্রত্যাবর্তনও হচ্ছে মামার হাত ধরেই।