মোদীকে চিঠি দিলেন অপর্ণা-সৌমিত্র সহ বিদ্বজ্জনেরা
‘জয় শ্রীরাম’ স্লোগান,ধর্ম রক্ষার নামে গণপিটুনি, অসহিষ্ণুতা, ধর্মীয় মেরুকরণের মতো বিষয়গুলির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ জানালেন অপর্ণা সেন, অঞ্জন দত্ত, অনুরাগ কশ্যপ, গৌতম ঘোষ, শ্যাম বেনেগাল, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো বিশিষ্টরা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাঠানো এই খোলা চিঠিতে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে সমাজকর্মী, চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা, অভিনেত্রী, অধ্যাপকসহ মোট ৪৯ জন সই করেছেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
দলিত ও মুসলিমদের গণপিটুনির ঘটনায় কড়া শাস্তি দাবি করেছেন এই ৪৯ জন বুদ্ধিজীবী। এ ধরনের ঘটনায় জামিন ব্যতিরেকে যাবজ্জীবন সাজার দাবি জানিয়েছেন তাঁরা।
চিঠিতে উঠে এসেছে 'জয় শ্রী রাম' প্রসঙ্গও। বলা হয়েছে, 'দুঃখজনকভাবে বর্তমানে উস্কানিমূলক যুদ্ধের স্লোগানে পরিণত হয়েছে জয় শ্রী রাম যার ফলে আইনশৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। এই নাম করেই বহু গণপিটুনির ঘটনা ঘটছে।' চিঠিতে প্রধানমন্ত্রীর কাছে বুদ্ধিজীবীদের প্রশ্ন, '২০০৯-এর ১ জানুয়ারি থেকে ২০১৮ সালের ২৯ অক্টোবর পর্যন্ত ধর্মজনিত ২৫৪টি হেটক্রাইমের অভিযোগ উঠেছে। ২০১৬ সালে দলিতদের শোষণের ৮৪০টি ঘটনা ঘটেছে। প্রিয় প্রধানমন্ত্রী, এই সব ঘটনার অভিযুক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে?'
চিঠিতে আরও বলা হয়েছে, ‘জয় শ্রীরাম’ ধ্বনি দেশে ক্রমশ যুদ্ধের পরিস্থিতি তৈরি করছে।
দেশব্যাপী এই অসহিষ্ণুতার আবহের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আর্জি জানিয়েছেন তাঁরা। সংখ্যালঘু সম্প্রদায়কে ভয় পাওয়ানো কিংবা নানা অজুহাতে কোনঠাসা করার যে প্রক্রিয়া ইদানীং মাথাচাড়া দিয়েছে, সে বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা।