দরিদ্র রোগীদের চিকিৎসার্থে যাকাতের টাকা গণস্বাস্থ্যে দানের আহ্বান
গণস্বাস্থ্য ডায়লাইসিস সেন্টার-এ দরিদ্র রোগীদের ব্যয় সাশ্রয়ে ও চিকিৎসার্থে যাকাতের টাকা দান করার আহ্বান জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র।
বুধবার (২৯ মার্চ) গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। এতে বলা হয়, 'বিকল কিডনি রোগীদের বেঁচে থাকার চিকিৎসা হলো একমাত্র ডায়ালাইসিস। ডায়ালাইসিস সেবা অত্যন্ত ব্যয়বহুল। বিকল কিডনি রোগীদের বেশিরভাগেরই সাথে অন্য কোনো অসংক্রামক রোগ থাকেই। এছাড়া অন্যান্য চিকিৎসা খরচ, ঔষধ, যাতায়াত, বিশেষ খাবার ইত্যাদি খরচ বহন করতে হয়।
'দেখা যায়, রোগী যে আর্থিক অবস্থারই হোক না কেন, এই সকল রোগীরা চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে ধীরে ধীরে দরিদ্র থেকে দরিদ্রতর হতে থাকে। এক পর্যায়ে ডায়লাইসিস করাতে আর টাকা থাকে না। ডায়ালাইসিসের দর কমানোর পরও বিকল কিডনি রোগীরা শুধুমাত্র টাকার অভাবে নিয়মিত ডায়ালাইসিস করাতে পারছেন না।'
বিজ্ঞপ্তিতে সবার প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, 'আপনাদের সাহায্য প্রয়োজন, যারা সামর্থ্যবান, দেশ-বিদেশে বসবাস করেন, তারা দান করুন, যাকাত দিন। কোনো সাহায্য ক্ষুদ্র নয়। নিজে দান করুন, প্রিয়জনের নামে দান করুন। বন্ধুবান্ধবকে দান করতে সাহায্য করুন।'