বিলাসপণ্য আমদানির নিষেধাজ্ঞা তুলে নিল পাকিস্তান
গত মে মাসে বিলাসবহুল পণ্যের ওপর জারি করা আমদানি নিষেধাজ্ঞা তুলে নিয়েছে পাকিস্তান। খবর ডনের।
বৃহস্পতিবার (২৮ জুলাই) ইসলামাবাদে ইকোনমিক কো–অর্ডিনেশন কমিটির বৈঠকের পর এ সিদ্ধান্ত আসে। বৈঠকে সভাপতিত্ব করেন দেশটির অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল।
অর্থনৈতিক সংকটের মুখে অটোমোবাইলস, মোবাইল ফোন ও হোম এপ্লায়েন্সসহ ৩৮টি বিলাসপণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল পাকিস্তান। এ পদক্ষেপকে 'জরুরি অর্থনৈতিক পরিকল্পনা' বলছিল পাকিস্তান সরকার।
বৈঠকে জানানো হয়, এ নিষেধাজ্ঞার ফলে পণ্যগুলোর আমদানি কমে এসেছিল।
২০ মে থেকে ১৯ জুলাই সময় পর্যন্ত ৩৯৯.৪ মিলিয়ন ডলার পরিমাণ আমদানি কমে ১২৩.৯ ডলারে নেমে আসে।