রুশ নৌবাহিনী জিরকন হাইপারসনিক মিসাইল কবে পাবে জানালেন পুতিন
রাশিয়ার নৌবাহিনী 'আগামী কয়েক মাসের মধ্যে'ই নতুন জিরকন হাইপারসনিক অ্যান্টি-শিপ ক্রুজ মিসাইল পেতে শুরু করবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
গেল রোববার পুতিন অস্ত্রটির প্রশংসা করে বলেছেন যে 'কোন বাধা'ই ক্ষেপণাস্ত্রটিকে ঠেকাতে পারবে না।
সেন্ট পিটার্সবার্গে নৌবাহিনী দিবসের বক্তৃতায় পুতিন বলেন, 'আগামী কয়েক মাসের মধ্যেই রাশিয়ার সশস্ত্র বাহিনী [মিসাইল] পেতে শুরু করবে।'
তিনি জানান, 'এই শক্তিশালী অস্ত্রে সজ্জিত প্রথম জাহাজটি হবে ফ্রিগেট অ্যাডমিরাল গোর্শকভ।'
পুতিন আরও জানান, মিসাইলগুলো স্থাপনার স্থান রাশিয়ার স্বার্থের উপর নির্ভর করবে।
এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য না দিলেও জিরকন হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রকে অনন্য বলে উল্লেখ করেছেন রুশ প্রেসিডেন্ট।
পুতিন বলেছেন, রাশিয়ার 'তার সমস্ত ক্ষমতা দিয়ে' নিজের সামুদ্রিক স্বার্থ রক্ষা করবে।
তিনি বলেন, 'এখানে মূল বিষয় হলো রুশ নৌবাহিনীর সক্ষমতা। …যারা আমাদের সার্বভৌমত্ব ও স্বাধীনতা লঙ্ঘনের চেষ্টা করবে [আমাদের নৌবহর] তাদেরকে বিদ্যুৎ গতিতে প্রতিক্রিয়া জানাতে সক্ষম।'
এর আগেও এই ক্ষেপণাস্ত্রকে 'অপরাজেয়' আখ্যা দেন পুতিন।
জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের অন্যতম বৈশিষ্ট্য হলো এটি শব্দের চেয়ে ৫ থেকে ১০ গুণ বেশি গতিতে যায়। এছাড়া এটি ১ হাজার ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে হামলা করতেও সক্ষম। রাশিয়া প্রথম পরীক্ষামূলকভাবে জিরকন ক্ষেপণাস্ত্র ছোড়ে ২০২০ সালের অক্টোবরে।
- সূত্র: আল জাজিরা ও আরটি