১৫-৩১ আগস্ট মালয়েশিয়ায় প্রবাসী শ্রমিক নিয়োগ আবেদন বন্ধ থাকবে
আগামী ১৫ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত সাময়িকভাবে প্রবাসী শ্রমিকদের নিয়োগ আবেদন বন্ধ রাখবে মালয়েশিয়া। খবর দ্য স্টারের।
শুক্রবার (৫ আগস্ট) দেশটির মানব সম্পদ অধিদপ্তর এ সিদ্ধান্তের কথা জানায়।
মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হতে যাওয়া সংশোধিত নিয়োগ আইন ২০২২ অনুযায়ী প্রবাসী শ্রমিক নিয়োগ পুনঃমূল্যায়নের জন্য আবেদন বন্ধ রাখা হবে।
শিগগিরই প্রবাসী শ্রমিক নিয়োগের আবেদনের নতুন প্রক্রিয়া জানানো হবে।
১৪ আগস্ট বা এর আগে জমা পড়া আবেদনের কাজ ৩১ আগস্টের মধ্যে শেষ হবে।
গত মার্চে দেশটির সংসদে পাস হওয়া সংশোধিত এই আইন অনুযায়ী, মাতৃত্বকালীন ছুটি ৬০দিন থেকে বাড়িয়ে ৯৮ দিন করা হয়েছে, গর্ভবতী শ্রমিকদের ছাঁটাইয়ে বিধি-নিষেধ দেওয়া হয়েছে, এছাড়াও পুরুষ শ্রমিকদের জন্য পিতৃত্বকালীন ছুটির কথা বলা হয়েছে।