সোচিতে পুতিন-এরদোয়ানের বৈঠকের উদ্দেশ্য কি!
শুক্রবার (৫ আগস্ট) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর সোচিতে মিলিত হয়েছেন তুর্কি নেতা রিসেপ তাইয়েপ এরদোয়ান। এ সময় শস্য রপ্তানি থেকে শুরু করে দ্বিপাক্ষিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতাসহ সন্ত্রাসবিরোধী প্রচেষ্টা সংক্রান্ত বিষয়ে চার ঘণ্টারও বেশি সময় ধরে আলোচনা চলে দুই নেতার মধ্যে। রুশ বার্তাসংস্থা রাশিয়া টুডেতে তুলে ধরা হয়েছে আলোচনার প্রধান দিকগুলো।
শস্য রপ্তানি সংক্রান্ত চুক্তি বাস্তবায়ন
গেল জুলাইয়ে ইউক্রেনের কৃষিপণ্য রপ্তানির বিষয়ে যে চুক্তি সম্পন্ন হয়েছে, তাতে রাশিয়া ও তুরস্ক উভয় দেশের ভূমিকার প্রশংসা করেন এরদোয়ান ও পুতিন। ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন অভিযান শুরু হলে, তা কিয়েভের শস্য রপ্তানির ওপর মারাত্মক প্রভাব ফেলে। কৃষ্ণ সাগরের বন্দরগুলো দিয়ে বন্ধ হয়ে যায় পণ্য আমদানি-রপ্তানি। পরে তুরস্ক ও জাতিসংঘের সহযোগিতায় মস্কো ও কিয়েভ পুনরায় কৃষ্ণ সাগর দিয়ে পণ্য আমদানি-রপ্তানির বিষয়ে চুক্তিতে পৌঁছায়।
পুতিন এবং এরদোয়ান কর্তৃক গৃহীত যৌথ বিবৃতিতে বলা হয়, চুক্তিটি সম্পূর্ণরূপে বাস্তবায়নে একমত হয়েছেন দুই দেশের নেতা। রাশিয়ার শস্যের নিরবচ্ছিন্ন রপ্তানির পাশাপাশি সার এবং সার উত্পাদনের কাঁচামালের বাণিজ্যও সহজতর করা উচিত বলে মত দিয়েছেন উভয় নেতা।
বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা বৃদ্ধি
বাণিজ্য, পরিবহন, কৃষি, অর্থনীতি, পর্যটন এবং নির্মাণের কাজে সহযোগিতা আরও বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছেন উভয় দেশের নেতা। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, মস্কো এবং আঙ্কারা বাণিজ্য ও জ্বালানি খাতে উভয় পক্ষের চাহিদা পূরণের ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে সম্মত হয়েছে।
প্রেসিডেন্ট পুতিন জানান, গত বছর তুরস্ক ও রাশিয়ার মধ্যে বাণিজ্য বৃদ্ধি পেয়েছে ৫৭ শতাংশ এবং চলতি বছরের প্রথম ৫ মাসে তা দ্বিগুণ হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, সহযোগিতার ধারা অব্যাহত রাখতে কোনো প্রকার বাধা ছাড়াই তুরস্ককে তেল, গ্যাস এবং কয়লাসহ সব ধরণের শক্তি সংস্থান সরবরাহ করবে রাশিয়া।
সেইসঙ্গে, রাশিয়ার গ্যাসের দাম কিছু অংশে ডলারের বদলে রুবলে পরিশোধ করার ব্যাপারেও তুরস্ক সম্মত হয়েছে বলে জানান রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক।
আঞ্চলিক স্থিতিশীলতা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই
তুর্কি প্রেসিডেন্ট বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশেষ করে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে 'বিশেষ ভূমিকা' পালন করছে রাশিয়া। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে মস্কো ও আঙ্কারার মধ্যে 'সংহতি' গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
যৌথ বিবৃতিতে, পুতিন এবং এরদোয়ান সিরিয়ার রাজনৈতিক পরিস্থিতিতে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সিরিয়ায় 'রাজনৈতিক ঐক্য এবং আঞ্চলিক অখণ্ডতা' বজায় রাখা জরুরি। সেইসঙ্গে, মস্কো এবং আঙ্কারা যেকোনো সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে লড়াইয়ে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতিও দেয় আলোচনায়।
- সূত্র: রাশিয়া টুডে