‘হাসপাতালের জানালা থেকে পড়ে’ রাশিয়ার তেল সংস্থার প্রধানের মৃত্যু
রাশিয়ার বৃহৎ তেল উৎপাদনকারী সংস্থা লুকোয়েল-এর চেয়ারম্যান রাভিল ম্যাগানভ মস্কোর একটি হাসপাতালের জানালা থেকে পড়ে মারা গেছেন।
রুশ গণমাধ্যমগুলোর সংবাদ অনুসারে তিনি মস্কোর সেন্ট্রাল ক্লিনিকাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই দুর্ঘটনায় আঘাত পাওয়ায় পর তার মৃত্যু হয়।
লুকোয়েল ম্যাগানভের মৃত্যুর খবর নিশ্চিত করলেও বিবৃতিতে জানিয়েছে যে ৬৭ বছর বয়সী এই ব্যবসায়ী গুরুতর অসুস্থ ছিলেন এবং এরই পরিপ্রেক্ষিতে মৃত্যুবরণ করেন।
ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর রাভিল ম্যাগানভ রাশিয়ার সর্বশেষ হাই-প্রোফাইল নির্বাহী কর্মকর্তা যার রহস্যজনক মৃত্যু হলো।
তদন্তকারী কর্মকর্তাদের বক্তব্য ম্যাগানভের মৃত্যুরহস্য উদঘাটনে তারা ঘটনাস্থলে কাজ করছে। রাশিয়ান সংবাদ সংস্থা তাস জানিয়েছে বৃহস্পতিবার সকালে ষষ্ঠ ফ্লোরের একটি জানালা থেকে তিনি নিচে পড়ে যান। ম্যাগানভ আত্মহত্যা করেছে বলেও প্রচার করে তাস।
রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পরপরই লুকোয়েল বোরড এই দ্বন্দ্বের দ্রুত অবসানের আহ্বান জানান। একইসঙ্গে এই ট্র্যাজেডির শিকার ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন।
লুকোয়লের বিলিয়নেয়ার প্রেসডেন্ট ভ্যাগিট আলেকপেরভের ওপর ইউক্রেন আক্রমণের প্রতিক্রিয়ায় যুক্তরাজ্য নিষেধাজ্ঞা আরোপ করলে গত এপ্রিলে তিনি সংস্থাটি থেকে পদত্যাগ করেন।
সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার জ্বালানি খাতের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার অস্বাভাবিক মৃত্যু হয়।
এর আগে গত এপ্রিলে এক স্প্যানিস ভিলা থেকে নোভাটেকের সাবেক ব্যবস্থাপক মিলিয়নেয়ার সের্গেই প্রোতোসেনিয়া ও তার স্ত্রী-কন্যার মৃতদেহ উদ্ধার করা হয়।
এপ্রিলে একইসময় গ্যাজপ্রমব্যাংকের সাবেক ভাইস-প্রেসিডেন্ট ভ্লাদিসলাভ আয়ায়েভ এবং তার স্ত্রী-কন্যার মৃতদেহ পাওয়া যায় তাদের মস্কোর ফ্ল্যাটে।
মে মাসে লুকোয়েলের সাবেক টাইকুন আলেকজান্ডার হার্টফেইল করে মৃত্যুবরণ করেন। শোনা যায় তিনি এক শামানের কাছ থেকে বিকল্পধারার চিকিৎসা নিচ্ছিলেন।
লুকোয়েল রাশিয়ার সর্ববৃহৎ বেসরকারি প্রতিষ্ঠান। বিবৃতিতে তারা জানায় ম্যাগানভের ব্যবস্থাপনার দক্ষতার কারণেই তারা বিশ্বের বৃহত্তম জ্বালানি সংস্থাগুলোর একটিতে পরিণত হতে পেরেছে।
১৯৯৩ সাল থেকে তিনি বেসরকারি তেল প্রতিষ্ঠানটির জন্য কাজ করে যাচ্ছেন। দুবছর আগে তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিন বছর আগেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছ থেকে আজীবন সম্মাননা পান ম্যাগানভ।
ম্যাগানভ মস্কোর পশ্চিমাঞ্চলের উপকণ্ঠে একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রাশিয়ার রাজনৈতিক ও ব্যবসায়িক অভিজাতদের চিকিৎসার জন্য সেন্ট্রাল ক্লিনিকাল হাসপাতাল সুপরিচিত।
গত মঙ্গলবার মিখাইল গর্বাচেভ একই হাসপাতালে মারা যান। গর্বাচেভের কফিনে ফুল দিতে এসে পুতিন বৃহস্পতিবার সকালে হাসপাতালটি পরিদর্শন করেন।
- সূত্র: বিবিসি