রানির সঙ্গে সাক্ষাৎ, লিজ ট্রাস হলেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী
সরকার গঠনে যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের অনুমোদন পেয়েছেন লিজ ট্রাস। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হতে এটাই ছিল তার চূড়ান্ত আনুষ্ঠানিকতা।
এর আগে রানির কাছে পদত্যাগপত্র জমা দেন বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসন। এরপর মঙ্গলবার প্রথা অনুযায়ী, রানির সাথে সাক্ষাৎ করেন লিজ।
ঐতিহাসিক বালমুরাল দুর্গ প্রাসাদে রানির প্রতীকী অনুমোদন লাভের পর ৪৭ বছরের লিজ হচ্ছেন যুক্তরাজ্যের ৪৬তম প্রধানমন্ত্রী এবং একইসঙ্গে দেশটির তৃতীয় নারী সরকার-প্রধান।
রানির সাথে সাক্ষাতের পর ডাউনিং স্ট্রিটে ফিরে এসে স্থানীয় সময় বিকেল ৪টা নাগাদ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন লিজ, এরপর তার নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ শুরু করবেন।
প্রধানমন্ত্রী হিসেবে লিজের প্রথম উল্লেখযোগ্য কাজ হতে পারে, জ্বালানির চড়া দাম মোকাবিলার পরিকল্পনা ঘোষণা। এজন্য ১০০ কোটি পাউন্ডের একটি বিল আনার বিষয়ে মিত্রদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন তিনি। আগামী বৃহস্পতিবার নাগাদ প্যাকেজটি পার্লামেন্টে উত্থাপন করা হতে পারে।
লিজ তার অনুগতদেরই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের ভার দেবেন বলে ধারণা করা হচ্ছে। অর্থমন্ত্রী পদ পেতে পারেন কসি করটেং, পররাষ্ট্রমন্ত্রী পদে জেমস ক্লেভারি এবং স্বরাষ্ট্রমন্ত্রী পদে সুয়েলা ব্রেভারম্যান।
স্বাস্থ্যমন্ত্রীর পদ পেতে পারেন টেরিস কফফে, প্রধানমন্ত্রীত্বের প্রতিযোগিতায় তার পরাজিত প্রতিদ্বন্দ্বী ঋষি সুনাক লিজের মন্ত্রিসভায় স্থান পাবেন না বলেই ধারণা করা হচ্ছে।