৯৬ বছর বয়সে প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ ৯৬ বছর বয়সে মারা গেছেন।
গ্রীষ্মকালীন আবাস বালমোরাল দুর্গে আজ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) মৃত্যুবরণ করেন তিনি। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) এই প্রাসাদেই এক অনুষ্ঠানের মাধ্যমে লিজ ট্রাসকে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদন দেন রানি।
এর আগে আজ চিকিৎসকেরা তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছিলেন। এরপর পুত্র প্রিন্স চার্লসসহ রাজপরিবারের সদস্যরা রানির পাশে থাকার জন্য স্কটল্যান্ডের বালমোরাল দুর্গে যান।
১৯৫২ সালে ব্রিটিশ সাম্রাজ্যের সিংহাসনে বসার পর দীর্ঘ ৭০ বছর শাসনকার্য পরিচালনা করেন রানি দ্বিতীয় এলিজাবেথ।
রানির মৃত্যুর পর তার বড় সন্তান, সাবেক প্রিন্স অভ ওয়েলস- চার্লস নতুন রাজা হিসেবে সিংহাসনে বসবেন। একইসাথে তিনি ১৪টি কমনওয়েলথভুক্ত দেশের রাষ্ট্রপ্রধানও হবেন।
এক বিবৃতিতে বাকিংহাম প্যালেস জানিয়েছে: 'বালমোরালে আজ বিকেলে শান্তিপূর্ণ মৃত্যু হয়েছে রানির। কিং ও কুইন কনসর্ট আজ সন্ধ্যায় বালমোরালে অবস্থান করবেন এবং আগামীকাল লন্ডনে ফিরবেন।'
রানির পৌত্র প্রিন্স উইলিয়ামও বালমোরালে অবস্থান করছেন। তার ভাই প্রিন্স হ্যারি বর্তমানে বালমোরালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
রানি এলিজাবেথের শাসন শুরু হওয়ার পর প্রথম প্রধানমন্ত্রী হিসেবে পেয়েছিলেন উইনস্টন চার্চিলকে। নিজের দীর্ঘ শাসনকালে ব্রিটিশ ও বৈশ্বিক ইতিহাসের অনেক উত্থানপতন দেখেছেন দ্বিতীয় এলিজাবেথ।
এসবের মধ্যে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী ব্যয় সংকোচন, সাম্রাজ্য থেকে কমনওয়েলেথে পরিবর্তন, স্নায়ুযুদ্ধের সমাপ্তি, ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যুক্তরাজ্যের প্রবেশ ও ত্যাগ।
নিজের শাসনামালে ১৫ জন ব্রিটিশ প্রধানমন্ত্রী তার অধীনে ব্রিটিশ সরকার পরিচালনা করেছিল। এ সপ্তাহে ব্রিটেনের ১৫তম প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে অভিষিক্ত করেন রানি দ্বিতীয় এলিজাবেথ।
প্রতিসপ্তাহে প্রধানমন্ত্রীকে সাক্ষাতের সময় দিতেন রানি। লন্ডনের মেফেয়ারের উইন্ডসর দুর্গে ১৯২৬ সালের ২১ এপ্রিল এলিজাবেথ আলেকজান্ডার ম্যারি হিসেবে জন্মগ্রহণ করেন দ্বিতীয় এলিজাবেথ।
- সূত্র: বিবিসি