রানির চোখধাঁধানো নেকলেসটি ছিল হায়দ্রাবাদের নিজামের দেওয়া বিয়ের উপহার
৯৬ বছর বয়সে গত বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) প্রয়াত হয়েছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। ব্রিটেনের ইতিহাসে তিনিই ছিলেন সবচেয়ে দীর্ঘমেয়াদী শাসক।
রানি দ্বিতীয় এলিজাবেথ পরিচিত ছিলেন 'ফ্যাশন আইকন' হিসেবে; রানির কালেকশনেও ছিল তাই দুনিয়ার সবচেয়ে দামি গহনাগুলো। তার চোখধাঁধানো হারগুলোর মধ্যে একটি ছিল হায়দ্রাবাদের নিজামের দেওয়া। ১৯৪৭ সালে প্রিন্সেস এলিজাবেথ এবং প্রিন্স ফিলিপের বিয়ে উপলক্ষ্যে এটি তাকে উপহার দেন নিজাম।
হায়দ্রাবাদ তখন ব্রিটিশ ঔপনিবেশিক শাসনাধীন আর এর শাসনের দায়িত্বে নিজাম সপ্তম আসাফ জাহ।
আসাফ জাহ সে সময় বিশ্বের অন্যতম ধনী, ফলে তার পক্ষে প্রিন্সেসকে এমন বহুমূল্য একটি উপহার দেওয়া কোন ব্যাপারই ছিল না!
রানির জন্য হায়দ্রাবাদের নিজাম যা করেন তা যেকোন অলংকারপ্রেমীর সবচেয়ে বড় স্বপ্ন। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ গহনা প্রস্তুতকারক ফরাসী কোম্পানি কার্টিয়েরকে আসাফ জাহ নির্দেশ দেন তাদের মজুতে থাকা সকল অলংকার রানির সামনে উপস্থাপন করতে, যেন রানি সেখান থেকে নিজের পছন্দমতো একটি বেছে নিতে পারেন।
আগেই আসাফ জাহ লন্ডনস্থ কার্টিয়েরকে এই নির্দেশনা দিয়ে রেখেছিলেন যে, রানির বিয়ের উপহার স্বয়ং রানিই পছন্দ করবেন। ঘটনাক্রমে ৩০০ হীরা সম্বলিত এই প্লাটিনাম নেকলেস সেটটি বেছে নেন রানি। নেকলেসটিতে বিমূর্ত ফুলের নকশার সাথে আছে জ্যামিতিক প্যাটার্নে সূক্ষ্ম হীরার কাজ।
৭০ বছরের রাজ শাসনামলের বিভিন্ন সময়ই রানিকে এই নেকলেস পরতে দেখা যায়, পরতে দিয়েছিলেন দ্য ডাচেস অফ কেম্ব্রিজ কেট মিডলটনকেও।
শুধু তাই নয়, নিজাম আসাফ জাহ রানিকে হায়দ্রাবাদের বিখ্যাত টায়রাও উপহার দিয়েছিলেন। হীরা আর প্লাটিনামের সেই টায়রা ছিল ইংরেজ গোলাপের আদলে নকশা করা।
- সূত্র- টাইমস অফ ইন্ডিয়া