রক্তের এক সেট বিরল গ্রুপ খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা
এ, বি, ও, এবি রক্তের গ্রুপের পর এবার নতুন আরেকটি গ্রুপ খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা।
ইউনিভার্সিটি অভ ব্রিস্টল এবং এনএইচএস ব্লাড অ্যান্ড ট্রান্সপ্লান্ট-এর বিজ্ঞানীরা রক্তের 'ইআর' নামক নতুন আরেকটি বিরল গ্রুপ সিস্টেম আবিষ্কার করেছেন। খবর দ্য সিয়াটল টাইমস এবং ওয়্যারডের
রক্তে কিছু প্রোটিনের উপস্থিতি আর অনুপস্থিতির দ্বারা গ্রুপ নির্ধারিত হয়। এসব প্রোটিন লোহিত রক্ত কণিকার উপরিভাগে অবস্থান করে।
যুক্তরাজ্যের একটি হাসপাতালে এক নবজাতক রক্তের সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে। চিকিৎসকেরা তাকে অস্ত্রোপচারের মাধ্যমে গর্ভ থেকে বের করে শরীরে রক্ত সরবরাহ করেন।
কিন্তু ওই বাচ্চা মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে মারা যায়। এ ক্ষরণ কেন হয়েছিল তা ধরতে পারেননি চিকিৎসকেরা। তবে তারা বুঝতে পেরেছিলেন ওই মায়ের রক্তে কিছু ভিন্নধর্মী অ্যান্টিবডি রয়েছে।
ওই মায়ের রক্তের নমুনার ওপর গবেষণা করেই নতুন রক্তের গ্রুপ 'ইআর' আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা।
ইআর রক্তের গ্রুপের একাধিক ভেরিয়েন্ট রয়েছে।
ডিএনএ সিকোয়েন্সিং ও জিন-সম্পাদনা প্রযুক্তি ব্যবহার করে ইআর গ্রুপটি খুঁজে পেয়েছেন তারা।
ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের কোষ জীববিজ্ঞানের অধ্যাপক অ্যাশ টয়ি বলেন, 'এ কাজের মাধ্যমে দেখা গেল, এত বছর ধরে বিস্তর গবেষণার পরও স্রেফ লোহিত রক্ত কণিকাও আমাদের নতুন করে বিস্মিত করতে পারে।'
'ব্লাড' নামক একটি জার্নালে নতুন এ রক্তের গ্রুপ নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন বিজ্ঞানীরা।
সূত্র: দ্য সিয়াটল টাইমস, ওয়্যারড