রাশিয়ার বিরুদ্ধে আনা নিন্দা প্রস্তাবের পক্ষে বাংলাদেশ, ভোটদানে বিরত ভারত-পাকিস্তান
ইউক্রেনে দখলকৃত চার অঞ্চলকে রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত করায় রাশিয়ার বিরুদ্ধে আনা জাতিংঘের নিন্দা প্রস্তাবের ওপর ভোটাভুটি অনুষ্ঠিত হয় বুধবার (১২ অক্টোবর)। সেই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ; অন্যদিকে, ভোটদানে বিরত থেকেছে ভারত ও পাকিস্তানসহ জাতিসংঘের ৩৫টি সদস্য দেশ। খবর আল জাজিরার।
জাতিসংঘের সাধারণ পরিষদ ইউক্রেনে রাশিয়ার আংশিক দখলকৃত চার অঞ্চলকে 'অবৈধভাবে রুশ অধিভুক্তির প্রচেষ্টার' বিরুদ্ধে নিন্দা প্রস্তাবের পক্ষে ভোট দেওয়ার অহ্বান জানায় বিশ্বের সকল দেশকে। দখলকৃত অঞ্চল চারটিকে রাশিয়ার ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দিয়ে, ইউক্রেনের ভৌগোলিক অখণ্ডার প্রতি সম্মান জানানোর আহ্বান জানায় বিশ্বের সর্বোচ্চ এই সংগঠন।
বুধবারের ভোটাভুটিতে জাতিসংঘ সাধারণ পরিষদের মোট ১৯৩ সদস্যের তিন-চতুর্থাংশ, অর্থাৎ বাংলাদেশসহ ১৪৩টি দেশ নিন্দা প্রস্তাবের পক্ষে ভোট দিয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইউক্রেনের সার্বভৌমত্ব, স্বাধীনতা, ঐক্য এবং আঞ্চলিক অখণ্ডতাকে পুনর্নিশ্চিত করেছে।
অন্যদিকে, প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়ে রাশিয়ার পক্ষ নিয়েছে চারটি দেশ- সিরিয়া, নিকারাগুয়া, উত্তর কোরিয়া ও বেলারুশ। এছাড়া ভারত, পাকিস্তান, চীন, শ্রীলঙ্কাসহ ৩৫টি দেশ ভোট দেওয়া থেকে বিরত থেকেছে।
ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরুদ্ধে আনা প্রায় সকল নিন্দা প্রস্তাবের ভোটাভুটি থেকেই নিজেকে বিরত রাখছে ভারত। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে ভারতের এমন অবস্থান প্রসঙ্গে বলা হয়েছে, রাশিয়ার ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রেখেই এই পদক্ষেপ নিয়েছে দিল্লি। তবে ইউক্রেনের ওপর রাশিয়ার আক্রমণ আরও তীব্র হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত।
গেল সেপ্টেম্বরে ইউক্রেনের চারটি অঞ্চল- দোনেৎস্ক, খেরসন, লুহানস্ক এবং জাপোরিজিয়া দখল করে নেয় রাশিয়া। সেখানে গণভোট করিয়ে রুশ ফেডারেশনের সঙ্গে ওই অঞ্চলগুলো যুক্ত করার ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই সংযুক্তিকরণের বিষয়টির নিন্দা জানিয়ে একটি খসড়া প্রস্তাব পেশ করেছিল আলবেনিয়া। সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই ভোটদান থেকে বিরত থেকে দক্ষিণ এশিয়ার ভারত, পাকিস্তান।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, এর আগে এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গোপন ব্যালটে ভোটদানের পক্ষে প্রস্তাব এনেছিল রাশিয়া। কিন্তু সেই প্রস্তাবের বিরোধিতা করে ভোট দিয়েছিল ভারত। তবে আসল ভোটের সময় রাশিয়ার বিরুদ্ধে যায়নি দেশটি; ভোটদানে বিরত থেকেছে।
জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কাম্বোজ ভোটদান থেকে বিরত থাকার প্রসঙ্গে বলেন, এই সিদ্ধান্ত ভারতের সুচিন্তিত জাতীয় অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
তিনি বলেন, "আমাদের প্রধানমন্ত্রী দ্ব্যর্থহীনভাবে বলেছেন, এটি যুদ্ধের যুগ হতে পারে না। সংলাপ এবং কূটনীতির মাধ্যমে সমস্যার শান্তিপূর্ণ সমাধানের প্রচেষ্টার করতে হবে। এই দৃঢ় সংকল্পের সাথেই ভারত ভোটদান থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে।"