ইউক্রেনের শস্য রপ্তানি চুক্তিতে অংশগ্রহণ স্থগিত করল রাশিয়া
ক্রিমিয়ায় রাশিয়ার কৃষ্ণ সাগর নৌবহরের ওপর আক্রমণের জের ধরে জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া ইউক্রেনের শস্য রপ্তানির চুক্তিতে অংশগ্রহণ স্থগিত করেছে রাশিয়া। শনিবার (২৯ অক্টোবর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রাশিয়ান সংবাদ সংস্থা তাস। খবর রয়টার্স-এর।
শনিবার সকালে রাশিয়া জানায়, রাশিয়া অধিকৃত ক্রিমিয়ার সবচেয়ে বড় শহর সেভাস্তোপোলের কৃষ্ণ সাগরে ড্রোনের সাহায্যে বাল্টিক সি ফ্লিটের ওপর আক্রমণ চালিয়েছে ইউক্রেনের বাহিনী।
এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, 'ব্রিটিশ বিশেষজ্ঞদের সহযোগিতায় ব্ল্যাক সি ফ্লিট ও 'শস্য করিডোরের' নিরাপত্তা নিশ্চিতকরণে যুক্ত বেসামরিক জাহাজের ওপর কিয়েভের সন্ত্রাসী কর্মকাণ্ডের কথা বিবেচনায় নিয়ে ইউক্রেনীয় বন্দর থেকে কৃষিপণ্য রপ্তানি চুক্তি বাস্তবায়নে রাশিয়া তার অংশগ্রহণ স্থগিত করছে।'
এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, ড্রোন আক্রমণ দেশটি প্রতিহত করেছে। এতে কেবল একটি রাশিয়ান মাইনসুপারের অল্প ক্ষতি হয়।
বুধবার জাতিসংঘের সহায়তা-প্রধান মার্টিন গ্রিফিথস চুক্তিটি নভেম্বর মাসের মাঝামাঝি সময় পর্যন্ত বর্ধিত হবে বলে তিনি কিছুটা আশাবাদী ছিলেন।
চলতি বছরের ২২ জুলাইয়ের ওই চুক্তি অনুযায়ী ইউক্রেন কৃষ্ণ সাগরের শস্য ও সার রপ্তানি পুনরায় শুরু করতে সক্ষম হয়েছিল। ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর এ বন্দর দিয়ে ইউক্রেনীয় পণ্য রপ্তানি বন্ধ হয়ে যায়।
ইউক্রেনের রপ্তানি চুক্তিটি প্রাথমিকভাবে ১২০ দিনের জন্য করা হয়েছিল।