দরিদ্র দেশগুলোতে ৫০০,০০০ মেট্রিক টন পর্যন্ত শস্য সরবরাহে প্রস্তুত রাশিয়া - তাস
তুরস্কের সহযোগিতায় আগামী চার মাসে বিশ্বের দরিদ্র দেশগুলোতে ৫০০,০০০ মেট্রিক টন পর্যন্ত শস্য সরবরাহে প্রস্তুত রাশিয়া। শনিবার (২৯ অক্টোবর) দেশটির কৃষিমন্ত্রী দিমিত্রি পাত্রুশেভের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা তাস। খবর রয়টার্স-এর।
এর আগে শুক্রবার রাশিয়া বলেছিল, জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া চুক্তির অধীনে ইউক্রেনের অবরুদ্ধ বন্দরগুলো থেকে রপ্তানি করা শস্যের কেবল তিন শতাংশ দরিদ্র দেশগুলোতে পৌঁছেছে।
এসব চালানের অর্ধেকই পশ্চিমা দেশগুলোতে গিয়েছে বলে জানিয়েছে রাশিয়া।
২০২২ সালের ২২ জুলাই তুরস্কে জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেন ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ চুক্তি স্বাক্ষর করে।
এ চুক্তির পর ইউক্রেন থেকে কয়েক মিলিয়ন মেট্রিক টন ভুট্টা, গম, সূর্যমুখী পণ্য, যব, রাইসরিষা, ও সয়া রপ্তানি করা হয়েছে।