হ্যালোউইন উৎসবে পদদলিত হয়ে দক্ষিণ কোরিয়ায় নিহত ১৫১, আহত ৮২
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের একটি জেলায় হ্যালোউইন উৎসবের সময়ে ভিড়ের মাঝে পদদলিত হয়ে কমপক্ষে ১৫১ জন নিহত হয়েছেন। খবর রয়টার্স-এর।
শনিবার (২৯ অক্টোবর) রাতে ঘটা এ দুর্ঘটনায় আরও ৮২ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন একজন দমকল কর্মকর্তা।
স্থানীয় সময় রাত ১০টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। ইয়ংসান ফায়ার স্টেশনের প্রধান চোই সুং-বিয়ম জানান, অনুষ্ঠানের সময় একটি সংকীর্ণ গলিতে অনেক মানুষ পড়ে যান।
দুর্ঘটনায় পর এখনো উদ্ধারকাজ চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আশেপাশের হাসপাতালগুলোতে নেওয়া আহতদের মধ্যে অনেক বিদেশিও আছেন বলে জানা গেছে।
এ দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।