ভারতের শীর্ষ অপরিশোধিত জ্বালানি তেল সরবরাহকারী এখন রাশিয়া
ভারতের সবচেয়ে বড় অপরিশোধিত তেল সরবরাহকারী এখন রাশিয়া। এর মাধ্যমে গত অক্টোবরে তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন ওপেকভুক্ত ইরাক এবং সৌদি আরবকে ভারতের বাজারে প্রতিস্থাপন করল দেশটি। খবর অয়েলপ্রাইস ডটকমের
ভারতের সংবাদমাধ্যম দ্য ইকোনোমিক টাইমস-এর গত বুধবারে (অক্টোবর ২) প্রকাশিত একটি প্রতিবেদনের বরাত দিয়ে অয়েলপ্রাইস ডটকম জানায়, এখন পর্যন্ত ভারতের তেল আমদানির সর্বোচ্চ রেকর্ড দৈনিক নয় লাখ ৪৬ হাজার ব্যারেল।
ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলার আগে ভারত রাশিয়ার অপরিশোধিত তেলের ছোট ক্রেতা ছিল। হামলার পর থেকে বহু দেশ রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করে দেয়। এ ছাড়া, পশ্চিমা ও ইউরোপীয় দেশগুলোর রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার কারণে অনেক দেশ রাশিয়া থেকে তেল কিনতে আগ্রহ প্রকাশ করেনি। ফলে অনেকে দেশ রাশিয়ার কাছ থেকে জ্বালানি আমদানির পরিমাণ ধীরে ধীরে কমিয়ে আনতে শুরু করে।
তবে অন্যদিকে, চীনের পাশাপাশি রাশিয়া থেকে তেল আমদানির পরিমাণ বাড়িয়ে দেয় ভারত।
গত মাসে (অক্টোবর) ভারত রাশিয়া থেকে নয় লাখ ৪৬ হাজার ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করেছিল যা এখনো পর্যন্ত সর্বোচ্চ।
তুলনামূলকভাবে সেপ্টেম্বরের চেয়ে অক্টোবরে ভারতের তেল আমদানির পরিমাণ পাঁচ শতাংশ বেড়েছে এবং রাশিয়া থেকে আমদানির পরিমাণ বেড়েছে আট শতাংশ।
এই নিয়ে ভারত তার মোট আমদানিকৃত অপরিশোধিত তেলের ২২ শতাংশ রাশিয়া থেকে আমদানি করল। এর আগের সবচেয়ে বড় সরবরাহকারী ইরাক এবং সৌদি আরব থেকে আমদানির পরিমাণ যথাক্রমে ২০.৫ শতাংশ এবং ১৬ শতাংশ।
রাশিয়ার থেকে তেন কেনায় কোনো দ্বিধা প্রকাশ করেনি ভারতীর তেল পরিশোধনকারী কোম্পানিগুলো। তেলের আন্তর্জাতিক দরের মাপকাঠির তুলনায় কম দামে তেল কেনাই ছিল তাদের লক্ষ্য।
রাশিয়া থেকে অন্যান্য দেশে তেল সরবরাহে বিঘ্ন শুরুর একটি সম্ভাব্য তারিখ চলতি বছরে পাঁচ ডিসেম্বর। দেশটির বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আরোপিত জ্বালানি নিষেধাজ্ঞার ষষ্ঠ ধাপ শুরুর চূড়ান্ত সময়সীমা এটি। এই নির্ধারিত সময় থেকে রাশিয়ান অপরিশোধিত জাহাজগুলোকে বীমা এবং অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত করা হবে।
তবে নিষেধাজ্ঞার বিস্তারিত বিষয়াদি ও এর দরুণ রাশিয়ার অপরিশোধিত তেলের ক্রেতাদের যে সমস্যায় পড়তে হবে—তা নিয়ে এখনো অস্পষ্টতা রয়ে গেছে। ফলে এখন পর্যন্ত তেলের বাজারে অস্থিরতা দেখা না দিলেও ওই নিষেধাজ্ঞা কার্যকর হলে বিশ্ববাজারে নতুন করে তেলের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
ভারতের রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার সবচেয়ে বড় দুটি রাষ্ট্রায়ত্ত কোম্পানি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এবং ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (বিপিসিএল) পাঁচ ডিসেম্বরের পরে পৌঁছাবে এমন শিপমেন্টে তেল কেনা বন্ধ করে দিয়েছে।
গত মাসে ভারত তেল আমদানির উৎসে বৈচিত্র্য আনতে চায় বলে জানান দেশটির পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরি।
আন্তর্জাতিক জ্বালানি তেল বাণিজ্যের অন্যতম নিয়ন্ত্রক ওপেক প্লাস-এর তেল উৎপাদন কমানোর ফলে সম্ভাব্য দরবৃদ্ধির সমস্যা মোকাবিলা করার প্রস্তুতির অংশ এটি।