সম্পদের বেশিরভাগই দান করে দেবেন অ্যামাজন প্রতিষ্ঠাতা বেজোস
নিজের জীবদ্দশায় সম্পদের বেশিরভাগই দান করে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। খবর বিবিসির।
বর্তমানে বেজোসের মোট সম্পদের পরিমাণ ১২৪ বিলিয়ন ডলার। সিএনএনকে তিনি বলেছেন, তার এই সম্পদের বেশিরভাগই তিনি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে এবং বিশ্বে বৈষম্য কমাতে দান করে দেবেন।
বিশ্বের অন্যতম শীর্ষ ধনী হয়েও দাতব্য কাজে সম্পদ দানের প্রতিশ্রুতি না দেওয়ায় এর আগে সমালোচিত হয়েছেন বেজোস।
অন্য শীর্ষস্থানীয় ধনী ব্যক্তিদের মধ্যে বিনিয়োগকারী ওয়ারেন বাফেট, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এবং বেজোসের সাবেক স্ত্রী ম্যাকেঞ্জি স্কট নিজেদের সম্পদ দাতব্য কাজে দান করার প্রতিশ্রুতি দিয়েছেন।
সম্প্রতি দাতব্য কাজে ব্যবহারের জন্য সঙ্গীত তারকা ও সমাজসেবী ডলি পার্টনকে ১০০ মিলিয়ন ডলার দেওয়ার পর নিজের পরিকল্পনার কথা প্রকাশ করলেন বেজোস।
জীবদ্দশায় সম্পদের বেশির ভাগই তিনি দান করতে চান কিনা সিএনএন'র এমন প্রশ্নের জবাবে বেজোস বলেন, "হ্যাঁ, আমি সেটিই করবো।"
সম্পদ তিনি কোথায় ব্যয় করবেন বা দান করবেন সে সম্পর্কে বিস্তারিত কিছুই জানাননি বিশ্বের শীর্ষ এই ধনী। তবে বলেছেন, "কঠিন কাজটি হল, কীভাবে এটি সর্বোত্তম উপায়ে করা যায় তা নির্ধারণ করা।"