কাতার বিশ্বকাপে স্টেডিয়ামে অ্যালকোহল বিক্রি নিষিদ্ধ
কাতার বিশ্বকাপে ব্যবহৃত হতে যাওয়া ৮টি স্টেডিয়ামের প্রতিটিতেই দর্শকদের কাছে অ্যালকোহল বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। ২০২২ সালের বিশ্বকাপ টুর্নামেন্ট শুরুর দুই দিন আগে নীতি পরিবর্তন করে এমন সিদ্ধান্ত জানায় ফিফা। খবর বিবিসির।
মুসলিম দেশে হিসেবে প্রকাশ্যে মদ্যপানে বাধা রয়েছে কাতারে। দেশটির এমন নীতির ওপর সম্মান দেখিয়ে স্টেডিয়ামে অ্যালকোহল বিক্রি নিষিদ্ধ করেছে ফুটবলের সর্বোচ্চ আন্তর্জাতিক সংস্থা।
এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, কাতার বিশ্বকাপ ২০২২ এর সকল স্টেডিয়ামের চারপাশ থেকে বিয়ার বিক্রির পয়েন্টগুলো সরিয়ে নেওয়া হয়েছে।
তবে ফিফার শুক্রবারে (১৮ নভেম্বর) দেওয়া বিবৃতি অনুযায়ী, স্টেডিয়ামের চারপাশ থেকে অ্যালকোহলযুক্ত বিয়ার বিক্রির বুথ উঠিয়ে নেওয়া হলেও 'স্টেডিয়ামের মধ্যে কিছু নির্বাচিত এলাকায়' পাওয়া যাবে অ্যালকোহল। ফিফার ফ্যান জোন, কিছু প্রাইভেট ফ্যান জোন এবং ৩৫টি হোটেল ও রেস্টুরেন্টে পাওয়া যাবে অ্যালকোহল সুবিধা।
এছাড়া, টুর্নামেন্টগুলোতে স্টেডিয়ামের কর্পোরেট এলাকাতেও থাকবে অ্যালকোহল কেনাবেচার সুযোগ।
হঠাৎই ফিফার এমন সিদ্ধান্তে ক্ষতির সম্মুখীন হতে পারে বাডওয়াইজার নামক জনপ্রিয় বিয়ার প্রস্তুতকারী প্রতিষ্ঠান এবি ইনভেব। এবারের বিশ্বকাপ টুর্নামেন্টের অন্যতম বড় পৃষ্ঠপোষক এই প্রতিষ্ঠান। প্রতিটি বিশ্বকাপে বিয়ার বিক্রির জন্য ফিফার সঙ্গে দীর্ঘ মেয়াদি চুক্তি রয়েছে এবি ইনভেবের। এর জন্য তারা প্রতি বিশ্বকাপ মৌসুমে ফিফাকে বড় অঙ্কের অর্থমূল্যও দিয়ে থাকে।
তবে, কাতার বিশ্বকাপে স্টেডিয়ামে অ্যালকোহল বিক্রি করতে না পারার বিষয়টি সহজভাবে নিয়েছে এবি ইনভেব। এমনটিই জানিয়েছে ফিফা।
আগামীকাল রোববার (২০ নভেম্বর) কাতারের সঙ্গে ইকুয়েডরের ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে ফিফা ফুটবল বিশ্বকাপ-২০২২ আসরের।