বেলারুশ সফরে পুতিনের সঙ্গে থাকা সাঁজোয়া ব্রিফকেস কি পারমানবিক বাটন সংযুক্ত?
বিদেশে রাষ্ট্রীয় সফরকালে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রায়সময়ই একটি সাঁজোয়া ব্রিফকেস বহন করতে দেখা যায়। বলা হয়ে থাকে, ব্রিফকেসটিতে পারমাণবিক বোমার 'বাটন' রাখা আছে।
ধারণা করা হয়, রাজনীতিবিদদের ভয় দেখানোর পাশাপাশি ঘাতকদের হাত থেকে নিজেকে রক্ষা করার তাৎক্ষণিক ঢাল হিসেবেই ব্রিফকেসটি ব্যবহার করেন তিনি। এ পর্যন্ত পুতিনের বেশিরভাগ গুরুত্বপূর্ণ রাজনৈতিক সফরে ব্রিফকেসটি দেখা গেছে।
পুতিনের সুরক্ষায় থাকা একাধিক দেহরক্ষীর পাশাপাশি 'চেগেট' নামক এ ব্রিফকেসটিও সবসময়ই তার পাশে থাকে।
শেষবারের মতো জনসমক্ষে চেগেটকে দেখা যায় এ বছরের এপ্রিলে; রাশিয়ান রাজনীতিবিদ ভ্লাদিমির জিরিনোভস্কির অন্ত্যোষ্টিক্রিয়ার সময়।
সেদিন এই ব্রিফকেসটি বহন করেছিলেন অবসরপ্রাপ্ত এফএসবি কর্নেল ভাদিম জিমিন। এর দু মাস পরই মস্কোতে নিজ বাসায় গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয় তার মৃতদেহ। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে একটি ফৌজদারি তদন্ত চলাকালে তিনি 'আত্মহত্যা' করেন বলে জানা যায়।
সম্প্রতি বেলারুশিয়ান রাষ্ট্রপতি আলেকজান্ডার লুকাশেঙ্কোর সাথে আলোচনার জন্য মিনস্ক সফরে যান পুতিন। এই সফরেও সরব উপস্থিতি ছিল 'চেগেট' এর।
২০১৯ সালের পর এটিই তার প্রথম আনুষ্ঠানিক সফর।
লুকাশেঙ্কোর সাথে তার এই বৈঠক নতুন এক আশঙ্কার জন্ম দিয়েছে। মস্কো তার নিকটতম মিত্রকে নতুন স্থল আক্রমণে যোগ দিতে চাপে ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ফেব্রুয়ারিতে ইউক্রেনের রাজধানী কিয়েভে তাদের আক্রমণের জন্য বেলারুশকে একটি লঞ্চ প্যাড হিসাবে ব্যবহার করে রাশিয়ান বাহিনী। কয়েক মাস ধরে সেখানে দুই দেশের সামরিক বাহিনীর যৌথ কার্যক্রম চলছে।
- সূত্র: এমএসএন