রুশ আকাশসীমায় বিমান বিধ্বস্ত: আজারবাইজানের প্রেসিডেন্টের কাছে পুতিনের ক্ষমাপ্রার্থনা
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের কাছে রাশিয়ার আকাশসীমায় ঘটে যাওয়া 'মর্মান্তিক দুর্ঘটনার' জন্য ক্ষমা চেয়েছেন।
ওই দুর্ঘটনায় আজারবাইজান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে ভূপাতিত হয়েছে। ইউক্রেনের ড্রোনের বিরুদ্ধে ওই আকাশ প্রতিরক্ষা ব্যবহার করেছিল রাশিয়া।
ফ্লাইট জে২-৮২৪৩ গত বুধবার কাজাখস্তানের আকতাউ শহরের কাছে বিধ্বস্ত হয়। বিমানটি দক্ষিণ রাশিয়ার আকাশ থেকে পথচ্যুত হয়ে পড়েছিল।
ওই সময় জানা গিয়েছিল, ইউক্রেনীয় ড্রোন সেখানে বেশ কয়েকটি শহরে হামলা চালাচ্ছে। এ দুর্ঘটনায় অন্তত ৩৮ জন নিহত হয়েছে।
আজারবাইজানের তদন্তে পাওয়া প্রাথমিক তথ্য সম্পর্কে জানে এমন ৪টি সূত্র রয়টার্সকে জানিয়েছে, রাশিয়ান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভুল করে ওই যাত্রীবাহী বিমানটিকে ভূপাতিত করে।
ক্রেমলিন এক বিবৃতিতে জানায়, 'প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশ আকাশসীমায় ঘটা এ মর্মান্তিক ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্যের কামনা করেছেন।'
বিবৃতিতে আরও বলা হয়, 'ঘটনার সময় গ্রোজনি, মোজদক এবং ভ্লাদিকাভকাজ শহরগুলো ইউক্রেনীয় ড্রোন হামলার মুখে পড়েছিল। রাশিয়ান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সে হামলাগুলো প্রতিহত করছিল।'
ক্রেমলিন জানিয়েছে, পুতিনের অনুরোধে এ ঘটনা নিয়ে আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ করা হয়।
আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেন, 'বিমানটি রাশিয়ার আকাশসীমায় বাহ্যিক কাঠামোগত ও প্রযুক্তিগত প্রভাবের শিকার হয়েছিল। এর ফলে এটি সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারায় এবং কাজাখ শহর আকতাউর দিকে উড়তে শুরু করে।'
এমব্রেয়ার ইএমবিআরথ্রি.এসএ মডেলের যাত্রীবাহী বিমানটি আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার চেচনিয়া অঞ্চলের গ্রোজনির উদ্দেশে রওনা হয়েছিল। বিমানটি কাস্পিয়ান সাগর পাড়ি দিয়ে উড্ডয়ন করছিল।