প্যাট্রিয়ট ‘যথেষ্টই পুরোনো’, রাশিয়ার লক্ষ্য অর্জনে কোনো বাধা হয়ে দাঁড়াবে না: দাবি পুতিনের
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ইউক্রেন প্যাট্রিয়ট মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা পেলেও তা চলমান যুদ্ধ বন্ধ করতে বা রাশিয়ার লক্ষ্য অর্জনে বাধা হয়ে দাঁড়াবে না বলে দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর সিএনবিসি'র।
আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবেকে প্যাট্রিয়টকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র হিসেবে বিবেচনা করা হয়। তবে প্রেসিডেন্ট পুতিন এগুলোকে 'নিতান্ত পুরোনো' হিসেবেই বর্ণনা করেছেন।
সংবাদ ব্রিফিংয়ে পুতিন বলেন, এ ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করার কোনো না কোনো উপায় মস্কো ঠিক বের করে ফেলবে।
একইসঙ্গে পুতিন এও জানিয়েছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাপ্তি চায় এবং তার জন্য শেষ পর্যন্ত কূটনৈতিক সমাধানেরই প্রয়োজন হবে।
'আমাদের লক্ষ্য এ যুদ্ধের ফ্লাইহুইলকে ঘোরাতে থাকা নয়। বরং আমরা চাই যুদ্ধ শেষ করতে,' পুতিন বলেন।
পুতিনের এসব মন্তব্যে সন্দেহ প্রকাশ করেছে মার্কিন কর্তৃপক্ষ। হোয়াইট হাউজের মুখপাত্র জন কার্বি বলেছেন, যুদ্ধ বন্ধ করতে 'আলোচনা করার ইচ্ছার ব্যাপারে একেবারে শূন্য ইঙ্গিত দিয়েছেন পুতিন'।
রাশিয়া বারবার জানিয়েছে, দেশটি আলোচনার জন্য উন্মুক্ত। অন্যদিকে ইউক্রেন রাশিয়ার এ দাবিকে মস্কোর সময় বাড়ানোর চাল হিসেবে মনে করছে।
গত বুধবার যুক্তরাষ্ট্র ভ্রমণ শেষে দেশে ফিরে এসেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
'আমরা ওয়াশিংটন থেকে ভালো ফলাফল নিয়ে ফিরছি। এমন কিছু যেটা সত্যিকার অর্থে সাহায্য করবে,' টেলিগ্রামে লেখেন জেলেনস্কি।
জেলেনস্কি তার ভ্রমণ শুরু করার পর বাইডেন প্রশাসন ইউক্রেনের জন্য প্যাট্রিয়ট মিসাইলসহ নতুন করে মোট ১.৮৫ বিলিয়ন ডলারের সাহায্যের কথা ঘোষণা দিয়েছে।
তবে একই সঙ্গে তৈরি হয়েছে কিছু প্রশ্নেরও—কীভাবে মার্কিন সামরিক সাহায্যের ধারা বদলাবে, মার্কিন কংগ্রেস কতদিন এভাবে ইউক্রেনকে সমর্থন করে যাবে, এবং এ যুদ্ধ কীভাবে শেষ হবে।
মার্কিন কর্তৃপক্ষ বলেছে, কেবল এক ব্যাটারি প্যাট্রিয়টের পক্ষে যুদ্ধের গতিপ্রকৃতি বদলে দেওয়া সম্ভব নয়।
প্রসঙ্গত, ট্রাকে বসানো উৎক্ষেপণ ব্যবস্থা ও আটটি লঞ্চারের মাধ্যমে একটি প্যাট্রিয়ট ব্যাটারি তৈরি হয়। এসব লঞ্চারে মিসাইলের ধরনের ওপর ভিত্তি করে চার থেকে ১৬টি মিসাইল থাকতে পারে।