ইইউ নিষেধাজ্ঞায় পরিশোধন কমলে অপরিশোধিত তেল রপ্তানি বাড়াবে রাশিয়া
রাশিয়ার পরিশোধিত জ্বালানি তেল আমদানি কমানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এরফলে পরিশোধনাগারের উৎপাদন কমতে পারে। রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাক বলেছেন, এমনটা হলে রাশিয়া অপরিশোধিত (ক্রুড) তেলের রপ্তানি বাড়াবে। খবর ব্লুমবার্গের
বার্তাসংস্থা তাসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'পেট্রোলিয়াম পণ্য বিক্রি ব্যাহত হলে, তেল পরিশোধন কমতে পারে, তবে অতিরিক্ত পরিমাণে তেল (অপরিশোধিত) রপ্তানির মাধ্যমে (রাজস্বের) এই ঘাটতি মেটানো যাবে'।
তবে তিনি এটাও বলেন, 'ইইউ নিষেধাজ্ঞা রাশিয়ার জ্বালানি পরিশোধনে কোনোই প্রভাব ফেলবে না– সে সম্ভাবনাও রয়েছে'।
প্রসঙ্গত আগামী ৫ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে ইইউ এর রাশিয়া থেকে পেট্রোলিয়াম-জাত পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা। এর আগে রাশিয়ার ক্রুড তেল আমদানিতে নিষেধাজ্ঞা চলতি ডিসেম্বর থেকেই কার্যকর হয়েছে।
এই বাস্তবতায় নোভাক বলেছেন, আগামী বছর রাশিয়া ৪৯০-৫০০ মিলিয়ন টন তেল উৎপাদন করবে। অর্থাৎ, দৈনিক উৎপাদনের পরিমাণ হবে ৯.৮৪ থেকে ১০.০৪ মিলিয়ন ব্যারেল।
চলতি বছর শেষে রাশিয়ার জ্বালানি তেল উৎপাদন ৫৩৫ মিলিয়ন টন হবে বলে গত শুক্রবার রশিয়া-২৪ টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জানান নোভাক।