ভারতে তৈরি ওষুধ খেয়ে উজবেকিস্তানে ১৮ শিশুর মৃত্যুর অভিযোগ দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের
ভারতের নয়ডায় মেরিয়ন বায়োটেক নামে ফার্মাসিউটিক্যাল সংস্থার তৈরি ডক-১ ম্যাক্স নামে সিরাপ খেয়ে সমরকন্দে অন্তত ১৮ শিশু মারা গেছে বলে জানিয়েছে উজবেকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস ও আল-জাজিরার।
মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে, ল্যাব টেস্টে সিরাপটিতে ইথিলিন গ্লাইকল নামে মানবদেহের জন্য বিষাক্ত রাসায়নিক পদার্থের উপস্থিতি পাওয়া গেছে।
শিশুরা ডাক্তারের কোনো প্রেসক্রিপশন ছাড়াই উচ্চমাত্রায় সিরাপটি সেবন করে বলেও জানা যায়।
বিবৃতিতে বলা হয়, প্রাথমিক ল্যাব পরীক্ষায় সিরাপটির একটি নির্দিষ্ট ব্যাচে ইথিলিন গ্লাইকলের উপস্থিতি পাওয়া যায়, যার ফলে বমি, অজ্ঞান হয়ে পড়া, খিঁচুনি, কার্ডিওভাসকুলার সমস্যা দেখা যাওয়াসহ কিডনি ফেইলর হতে পারে।
এর আগে ভারতের হরিয়ানার মেডেন ফার্মার চার ওষুধে ডাইইথাইলিন গ্লাইকল ও ইথাইলিন গ্লাইকল পাওয়া যায়। মেডেন ফার্মার ওষুধ খেয়ে চলতি বছরের শুরুতে গাম্বিয়ায় ৭০ শিশুর মৃত্যুর অভিযোগে তদন্ত এখনও চলমান।
এদিকে ঘটনার প্রেক্ষিতে ভারতের উত্তরপ্রদেশের ড্রাগ কন্ট্রোলিং এবং লাইসেন্সিং অথরিটির ডেপুটি কমিশনার এ কে জৈন বলেন, 'আমরা কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক দলের কাছ থেকে একটি ইমেল পেয়েছি। এই নিয়ে আমাদের তদন্ত করতে বলা হয়েছে। নির্দেশ পেয়ে আমরা অবিলম্বে তদন্তকারী দল গঠন করেছি।'
নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় এক কর্মকর্তা বলেন, 'রপ্তানি করা ব্যাচ থেকে নমুনা (কাঁচামাল সহ) সংগ্রহ করা হয়েছে এবং বর্তমান ব্যাচের ওষুধও পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষাটি কেন্দ্রীয় সরকারি পরীক্ষাগারে হবে এবং পরীক্ষার রিপোর্ট প্রকাশিত হলে পরবর্তী পদক্ষেপ করা হবে।'
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওষুধের তদন্তে সাহায্য করার প্রস্তাব দিয়ে বিবৃতি প্রকাশ করেছে।