৯৫ বছর বয়সে মারা গেলেন সাবেক পোপ ষোড়শ বেনেডিক্ট
খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাবেক ধর্মগুরু পোপ ষোড়শ বেনেডিক্ট শনিবার (৩১ ডিসেম্বর) মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। ভ্যাটিকানের তরফে প্রদত্ত এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানায় মার্কিন গণমাধ্যম সিএনএন।
স্বাস্থ্যগত কারণে দায়িত্ব থেকে অব্যাহতি নেয়ার প্রায় এক দশক পর তার ভ্যাটিকানের বাসভবনে শনিবার (৩১ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল নয়টা ৩৪ মিনিটে মৃত্যু হয় পোপ বেনেডিক্টের।
ভ্যাটিকানের তরফে বিবৃতিতে জানানো হয়, 'গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, পোপ ইমেরিটাস, ষোড়শ বেনেডিক্ট ভ্যাটিকানের মাতের একসলেসিয়ে মঠে নয়টা ৩৪ মিনিটের দিকে মারা গেছেন।'
ক্যাথলিক খ্রিস্টানদের সাবেক এ প্রধান ধর্মীয় নেতা অনেকদিন ধরে অসুস্থ থাকলেও ভ্যাটিকান বলছে, বয়স বাড়ার কারণে তার অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছিল।
এর আগে তার অসুস্থতার খবর জানান বর্তমান পোপ ফ্রান্সিস। গত বুধবার (২৮ ডিসেম্বর) তিনি ভ্যাটিকানে চলতি বছরের শেষ প্রার্থনায় পোপ বেনেডিক্ট 'গুরুতর অসুস্থ' জানিয়ে, তার জন্য বিশেষ প্রার্থনা করতে সবার প্রতি অনুরোধ জানিয়েছিলেন।
গত দীর্ঘ ৬০০ বছরের মধ্যে তিনিই প্রথম পোপ, যিনি আজীবন পদে অধিষ্ঠিত হওয়ার পরিবর্তে পদত্যাগ করেছিলেন। এর আগে সর্বশেষ ১৪১৫ সালে দ্বাদশ গ্রেগরি দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছিলেন।
'বার্ধক্যজনিত স্বাস্থ্য জটিলতার' কথা উল্লেখ করে ২০১৩ সালের ১১ ফেব্রুয়ারিতে বেনেডিক্ট তার পদত্যাগের কথা জানান। তার এই ঘোষণা সারা বিশ্বের ক্যাথলিক ধর্মাবলম্বী এবং ধর্মীয় বিশেষজ্ঞদের মাঝে বেশ সাড়া ফেলে।
তবে অবসর গ্রহণের পরেও নানা সময়ে ধর্মীয় বিষয়ে তিনি কথা বলতে থাকেন যা ক্যাথলিক চার্চের মধ্যে বেশ উত্তেজনা সৃষ্টি করেছিল।
জার্মানিতে জন্মগ্রহণ করা জোসেফ রাটজিঙ্গার বেনেডিক্ট ১৯৫১ সালে ধর্মযাজক হিসেবে নিযুক্ত হন। এর কয়েক দশক পরে তৎকালীন পোপ দ্বিতীয় জন পলের প্রধান ধর্মতাত্ত্বিক উপদেষ্টার দায়িত্ব পালন করেন।
এরপর ২০০৫ সালে জন পলের মৃত্যুর পর পোপ হিসেবে তাকে নির্বাচন করা হলে ৭৮ বছর বয়সে দায়িত্ব গ্রহণ করেন।
তার আমলে ক্যাথলিক চার্চের সামনে আইনি ঝামেলা আসতে থাকে। যাজকদের হাতে দশকের পর দশক ধরে শিশু নির্যাতনের একের পর এক অভিযোগ আসতে থাকে।