পাকিস্তানজুড়ে বিদ্যুৎ বিভ্রাট; ২২০ মিলিয়ন মানুষ সাময়িকভাবে বৈদ্যুতিক সুবিধার বাইরে
এমনিতেই অর্থনৈতিক সংকটে ভুগছে পাকিস্তান। এরই মাঝে আজ (সোমবার) দেশটিতে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা গিয়েছে।গণমাধ্যম সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী, এ বৈদ্যুতিক বিপর্যয়ের কারণে দেশটির প্রায় ২২০ মিলিয়ন মানুষ সাময়িকভাবে বৈদ্যুতিক সুবিধার বাইরে রয়েছে।
জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, জাতীয় গ্রিডের ফ্রিকোয়েন্সি সিস্টেম আজ সকাল ৭টা ৩৪ মিনিটে ডাউন হয়ে গেলে বিদ্যুৎ ব্যবস্থাপনায় ব্যাপক বিভ্রাট দেখা দেয়। টুইটারে দেওয়া এক বার্তায় মন্ত্রণালয়টি আরও জানিয়েছে, দ্রুতগতিতে সিস্টেম রক্ষণাবেক্ষণের কাজ করা হচ্ছে।
তবে দেশটির জ্বালানি মন্ত্রী খুররম দস্তগীর এ বিদ্যুৎ বিভ্রাটকে বড় ধরনের কোনো বিপর্যয় মানতে নারাজ। সংবাদমাধ্যম জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের এ জ্বালানি মন্ত্রী বলেন, "শীতকালে দেশব্যাপী বিদ্যুতের চাহিদা কমে যায়। তাই আমরা অর্থনৈতিক পরিমাপ হিসাবে রাতে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা সাময়িকভাবে বন্ধ করে দিই। কিন্তু আজ সকালে যখন সিস্টেমগুলো চালু করা হয় তখন দেশের দক্ষিণে দাদু এবং জামশোরের মধ্যে কোথাও কম্পাঙ্কের তারতম্য এবং ভোল্টেজের ওঠানামা পরিলক্ষিত হয়।"
আগামী ১২ ঘণ্টার মধ্যে সারা দেশে বিদ্যুৎ ব্যবস্থা পুরোপুরি সচল করার প্রতিশ্রুতি দিয়েছেন জ্বালানি মন্ত্রী। তবে ডন নিউজ টিভির প্রতিবেদন অনুযায়ী, ইসলামাবাদ, করাচি, কোয়েটা, পেশোয়ার এবং লাহোরের মত গুরুত্বপূর্ণ শহরের বিশাল অংশ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।
ইসলামাবাদ ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির এক মুখপাত্র ডন ডটকমকে বলেন, "কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে সিস্টেম রক্ষণাবেক্ষণ সরাসরি পর্যবেক্ষণ করা হচ্ছে। একইসাথে সিস্টেমটিকে ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য পর্যায়ক্রমে বিদ্যুৎ ব্যবস্থা পুনরুদ্ধার করা হচ্ছে।"
অর্থনৈতিক চরম সংকটে বেশ কিছুদিন ধরেই পুরো পাকিস্তান জুড়ে তীব্র জ্বালানি সংকট বিদ্যমান রয়েছে। গত ডিসেম্বরে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ মাত্র ১১ বিলিয়ন ডলারে নেমে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের হিসেব মতে, দেশটির গত ডিসেম্বর মাসের এ রিজার্ভ ২০২২ সালের শুরুর রিজার্ভের প্রায় অর্ধেক।
চলতি মাসের শুরুতে দেশটির প্রধাণমন্ত্রী শেহবাজ শরীফ সরকারি সকল দপ্তরকে জ্বালানির ব্যবহার ৩০ ভাগ পর্যন্ত কমিয়ে আনার নির্দেশ দিয়েছেন। একইসাথে দেশের সকল মার্কেটগুলোকে রাত ৮.৩০ এর মধ্যে ও সকল রেস্টুরেন্টগুলোকে রাত ১০ টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র: এমএসএন