এক মাসের বেতন তুরস্কের রিলিফ ফান্ডে দান করছেন তাইওয়ান প্রেসিডেন্ট
একই দিনে সংঘটিত পরপর দুটি শক্তিশালী ভূকম্পনে বিপর্যস্ত তুরস্ক। একদিকে বৈরী আবহাওয়া এবং অন্যদিকে পর্যাপ্ত সরঞ্জামের অভাবে দেশটিতে বারবার উদ্ধার অভিযান ব্যর্থ হচ্ছে। ঠিক এমন সময়ে ভুমিকম্পে বিপর্যস্ত তুরস্কের নিকট সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে বিশ্বের বহু দেশ ও ব্যক্তি।
এবার সেই তালিকায় যুক্ত হয়েছে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের নাম। নিজের পুরো এক মাসের বেতন তুরস্কের রিলিফ ফান্ডে দেওয়ার ঘোষণা দিয়েছেন ৬৬ বছর বয়সী এ রাজনীতিবিদ।
শুধু প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনই নয়, একই পথে হেঁটেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট উইলিইয়াম লাই। তিনিও এক মাসের বেতন তুরস্কের রিলিফ ফান্ডে প্রদান করেছেন। গুঞ্জন আছে যে, লাই আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন।
আজ (বৃহস্পতিবার) তাইওয়ানের প্রেসিডেন্ট অফিস থেকে এ তথ্য জানানো হয়।
গত বছর প্রেসিডেন্ট সাই ও ভাইস প্রেসিডেন্ট লাই একইভাবে নিজেদের এক মাসের বেতন প্রদান করে যুদ্ধে ক্ষতিগ্রস্থ ইউক্রেনের পাশে দাঁড়িয়েছিল।
সম্প্রতি তুরস্ক ভূমিকম্পে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হওয়ার পর তাইওইয়ান ২ মিলিয়ন ডলারের সাহায্যের ঘোষণা দিয়েছে। একইসাথে ধ্বংসস্তূপে চাপা পরে থাকা আহত মানুষদেরকে বাঁচাতে কয়েকটি উদ্ধারকারী দলও পাঠিয়েছে দেশটি।
আর সর্বশেষ নিজের ১৩,৩০০ মার্কিন ডলার মাসিক বেতন প্রদানের ঘোষণা দিলেন সাই।
গতকাল (বুধবার) তাইওয়ান থেকে তুরস্কে প্রেরণকৃত উদ্ধারকারী দলের সাথে ভিডিও কলে কথা বলেছেন প্রেসিডেন্ট সাই।
একইসাথে উদ্ধারকারী দলকে অনুপ্রাণিত করতে তিনি ফেসবুকে লিখেন, "এ কঠিন সময়ে সাহসিকতার পরিচয় দেখানোয় আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। কেননা আপনাদের কারণেই তুরস্ক ও তাইওয়ান একে অপরের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারছে।"
তাইওয়ানের সাথে তুরস্কের আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক না থাকলেও, দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইটে যোগাযোগ রয়েছে।
এছাড়া উল্লেখ্য যে, ১৯৯৯ সালে তাইওয়ানে যে ভয়াবহ ভূমিকম্প সংগঠিত হয়েছিল, সেখানে বিশ্ব সম্প্রদায়ের সাথে যুক্ত হয়ে উদ্ধারকারী দল পাঠিয়েছিল তুরস্ক।