ধ্বংসস্তূপের নিচে ১০৪ ঘণ্টা আটকে থাকার পর উদ্ধার পেলেন!
ভূমিকম্পে বিধ্বস্ত একটি ভবনের ধ্বংসস্তূপের নিচে প্রায় ১০৪ ঘণ্টা আটকে থাকার পর জীবিত উদ্ধার করা হয়েছে তুরস্কের এক নারীকে। খবর রয়টার্স-এর।
শুক্রবার দেশটির কিরিখান শহরে (১০ ফেব্রুয়ারি) তাকে উদ্ধার করা হয়। ৪০ বছর বয়সী ওই নারীর নাম জেনিপ কাহরামান।
এ ঘটনায় অভিভূত হয়ে উদ্ধারদলের নেতা স্টিভেন বায়ার বলেন, 'আমি এখন মিরাকলে বিশ্বাস করি।'
স্ট্রেচারে করে তাকে ধ্বংসস্তূপ থেকে বের করে আনা হয়। এ সময় তার হাত বুকের ওপর আড়াআড়ি করে রাখা ছিল। হঠাৎ বাইরের আলো চোখে পড়া থেকে বিরত রাখতে তার চোখে একটি কালো চশমা পরানো হয়।
তাকে উদ্ধার করা জার্মান ইন্টারন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ (আইএসএআর)-এর এক কর্মীকে আনন্দে আলিঙ্গন করেন জেনিপের বোন জুবাইদা।
উদ্ধারের পর ঘটনাস্থলে উপস্থিত মানুষেরা হাততালি দেন ও উচ্ছ্বাস প্রকাশ করেন। উদ্ধারকারী দলের আরেক সদস্য টামারা রেইথার বলেন, 'ওই নারী টিকে ছিলেন। তিনি হাল ছেড়ে দেননি।'
এর আগে এ সপ্তাহে জেনিপ কাহরামানের পরিবার রয়টার্সকে জানায়, সোমবার ভূমিকম্পের পর উদ্ধারকারীদের আসার জন্য তারা দুই দিন অপেক্ষা করেছিলেন।
জেনিপ ধ্বংসস্তূপের গভীরে আটক থাকার সময় জার্মান উদ্ধারকারীরা তার সঙ্গে নিয়মিত কথা চালিয়ে যান। এ সময় একটি পাইপে করে তাকে নিয়মিতভাবে পানি পান করানো হয়।
এক পর্যায়ে বোনের সঙ্গে কথা বলার জন্য জুবাইদাকে মইয়ের সাহায্যে জেনিপের অবস্থানের কাছাকাছি নামান উদ্ধারকারী দলটি।
কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এ ভূমিকম্পে দক্ষিণ তুর্কি ও উত্তরপশ্চিম সিরিয়ায় এখন পর্যন্ত ২১,০০০-এর বেশি মানুষ মারা গেছেন।