ভূমিকম্পের নয়দিন পরেও নিখোঁজ ঘানাইয়ান ফুটবলার
তুরস্ক এবং সিরিয়াতে ভয়ংকর ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন হাজার হাজার মানুষ। এখনো নিখোঁজ আছেন অনেকে। যার মধ্যে আছেন ঘানা জাতীয় দলের খেলোয়াড় ক্রিশ্চিয়ান আতসুও।
তুরস্কের ক্লাব হাতায়াস্পোরের হয়ে খেলেন আতসু। সম্প্রতি ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে তুরস্ক এবং সিরিয়ার মধ্যবর্তী বর্ডারে। এখন পর্যন্ত ৩৫ হাজার মানুষের মৃত্যুর খবর জানা গিয়েছে। নিখোঁজদের খুঁজে পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে তুরস্ক এবং সিরিয়ান ফায়ার সার্ভিস এবং উদ্ধারকারী দল।
ভূমিকম্পের নয়দিন পেরিয়ে যাওয়ার পরেও তুরস্কের ক্লাব হাতায়াস্পোরের ঘানাইয়ান উইঙ্গার ক্রিশ্চিয়ান আতসুকে খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছেন তার এজেন্ট এবং কাছের বন্ধু নানা সেচেরে, 'আমরা এখন পর্যন্ত ক্রিশ্চিয়ানকে খুঁজে পাইনি। শুধুমাত্র তার এক জোড়া জুতা খুঁজে পাওয়া গিয়েছে। কিন্তু আমরা নিশ্চিত নই সে কোথায়া আছে।'
ইংলিশ প্রিমিয়ার লিগের নিয়মিত দর্শকরা বেশ ভালোভাবেই ক্রিশ্চিয়ান আতসুকে চিনে থাকবেন। নিউক্যাসল ইউনাইটেডের হয়ে ১১২ ম্যাচ খেলেছেন এই উইঙ্গার, এছাড়া এভারটন এবং বোর্নমাউথের হয়েও খেলেছেন তিনি।
২০১৯ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার আগে ঘানা জাতীয় দলের হয়ে ৬৫ ম্যাচ খেলে ৯ গোল করেছেন ৩১ বছর বয়সী আতসু।