চ্যাটজিপিটি ইন্টারনেটের মতই বিরাট এক উদ্ভাবন: বিল গেটস
গত বছরের নভেম্বর থেকে প্রযুক্তি দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত চ্যাটবট প্রযুক্তি চ্যাটজিপিটি। ইতিমধ্যেই পৃথিবীর বহু বিখ্যাত ব্যক্তি নতুন এ উদ্ভাবন নিয়ে নিজেদের মতামত ব্যক্ত করছেন। এবার চ্যাটজিপিটি নিয়ে নিজের ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস।
গত শুক্রবার জার্মান বিজনেস ডেইলি হ্যান্ডেলব্লাটে প্রকাশিত এক সাক্ষাৎকারে বিল গেটস চ্যাটজিপিটির ভূয়সী প্রশংসা করেছেন। এ ধনকুবের জানান, প্রযুক্তি জগতে চ্যাটজিপিটি ইন্টারনেটের মতই বিরাট এক উদ্ভাবন। এই ধরণের উদ্ভাবন বিশ্বে পরিবর্তন আনতে কার্যকরী ভূমিকা রাখবে।
একইসাথে এআই প্রযুক্তি ব্যবহারে অফিস সংক্রান্ত কার্যক্রম আরও সহজ হওয়ার যে সম্ভবনা, সে সম্পর্কেও একমত হয়েছে বিল গেটস। তিনি বলেন, "এতদিন কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু পড়তে ও লিখতে পারতো। কিন্তু কন্টেন্ট বুঝতে পারত না। তবে বর্তমানে চ্যাটজিপিটির মত প্রোগ্রাম ইনভয়েস কিংবা চিঠি লিখতে পারবে। এতে করে অফিসের কার্যক্রম আরও বেশি সহজ হবে।"
চ্যাটজিপিটি সম্পর্কে বিল গেটসের এ মতামতের পেছনে অনেকেই আবার মাইক্রোসফটের প্রতিষ্ঠাতার ব্যবসায়িক স্বার্থকে বড় করে দেখছেন। কেননা ২০১৯ সালে এই এআই কোম্পানিতে এক বিলিয়ন ডলার বিনিয়োগ করেছিল মাইক্রোসফট। এছাড়াও চ্যাটজিপিটির জনপ্রিয়তা দেখে সম্প্রতি এর সঙ্গে বিদ্যমান অংশীদারত্বের পরিধি আরও বাড়ানোর নীতি গ্রহণ করেছে মাইক্রোসফট।
সম্প্রতি ওপেনএআই প্ল্যাটফর্ম চ্যাটজিপিটিতে আরও প্রায় ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট এ কোম্পানিটি। একইসাথে মাইক্রোসফট তাদের সার্চ ইঞ্জিন 'বিং'-এ এআই প্রযুক্তিটি সংযুক্ত করার বিষয়ে কাজ করছে।
অন্যদিকে চ্যাটজিপিটি ব্যবহারকে নোয়াম চমস্কি স্রেফ 'অত্যাধুনিক চৌর্যবৃত্তি' এবং 'না শিখতে চাওয়ার রাস্তা' হিসেবে মনে করেন। এ ওপেন এআই চ্যাটবট সম্পর্কে চমস্কি বলেন, "দীর্ঘদিন ধরে অধ্যাপকদের কাছে শিক্ষার্থীরা চুরি করছে কি-না তা পরীক্ষা করার প্রোগ্রাম ছিল। এখন এটা আরও কঠিন হয়ে পড়বে, কারণ চুরি করা এখন আরও সহজ হয়ে গিয়েছে। এটাই শিক্ষাক্ষেত্রে এই প্রোগ্রামের একমাত্র অবদান।"
মাইক্রোসফটের প্রতিদ্বন্দ্বী হিসেবে বসে নেই প্রযুক্তি জায়ান্ট গুগল ও বাইদু। ইতিমধ্যেই গুগল চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে এআই চ্যাটবট 'বার্ড' আনার ঘোষণা দিয়েছে। এছাড়াও প্রতিষ্ঠানটির সিইও সুন্দর পিচাই জানান, গুগল সার্চ ইঞ্জিনেও খুব শিগগিরই এআই চালিত চ্যাটবট সুবিধা সংযুক্ত করা হবে।
অন্যদিকে চীনের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন বাইদু 'আর্নি বট' নামের নিজস্ব ওপেন এআই চ্যাটবট আনার ঘোষণা দিয়েছে। একইসাথে ধীরে ধীরে এ চ্যাটবটকে নিজেদের সার্চ ইঞ্জিনের সাথে সমন্বয় করার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সূত্র: বেনজিঙ্গাডটকম