রাশিয়া-চীন সম্পর্ক 'আন্তর্জাতিক পরিস্থিতি স্থিতিশীল করার' জন্য খুবই গুরুত্বপূর্ণ: পুতিন
চীনের শীর্ষ কূটনৈতিক এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রধান পররাষ্ট্রনীতি উপদেষ্টা ওয়াং ই বর্তমানে রাশিয়া সফর করছেন। বুধবার (২২ ফেব্রুয়ারি) তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাৎ করেন। এসময় পুতিন উভয় দেশের মধ্যেকার সহায়তাকে 'বৈশ্বিক স্থিতিশীলতার জন্য খুবই গুরুত্বপূর্ণ' বলে মন্তব্য করেছেন। খবর আল জাজিরা ও ওয়াল স্ট্রিট জার্নালের
রুশ প্রেসিডেন্ট বলেন, তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মস্কো সফরের প্রতীক্ষা করছেন এবং উভয় দেশের মধ্যে অংশীদারত্বের সম্পর্ক আরো গভীর করতে আগ্রহী।
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে পুতিনের সাথে সাক্ষাতের সময় ওয়াং ই'র কিছু মন্তব্য সম্প্রচার করা হয়। তিনি বলেছেন, মস্কো ও বেইজিংয়ের সম্পর্কে অন্যান্য দেশ প্রভাব ফেলতে পারবে না।
এর আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে বৈঠক করেন ওয়াং।
এসময় ল্যাভরভ উল্লেখ করেন যে, 'উভয় দেশের সম্পর্ক বিভিন্ন বৈচিত্র্যের মধ্য দিয়ে গড়ে উঠছে। বৈশ্বিক পর্যায়ে চরম অস্থিতিশীলতার সময়েও আমরা একে-অন্যের স্বার্থের পক্ষে কথা বলতে দ্বিধা করিনি'।
এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে কৌশলগত অস্ত্র নিয়ন্ত্রণে স্বাক্ষরিত নতুন স্টার্ট চুক্তি থেকে রাশিয়া সরে আসবে বলে জানান পুতিন। এরপর দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ দুমায় চুক্তিটি বাতিলের প্রস্তাব পাস হয়েছে।
এদিনই প্রভাবশালী মার্কিন গণমাধ্যম- দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে কিছু সূত্রের বরাতে জানানো হয়, অচিরেই রাশিয়া সফরে যেতে পারেন শি জিনপিং।
মার্কিন দৈনিকটির মতে, এই সফরের পরিকল্পনা প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এখনও কোনো তারিখ ঠিক হয়নি। সম্ভাবনা আছে, এপ্রিল বা মে মাসে এই সফর হতে পারে।
এবিষয়ে অবহিতরা পত্রিকাটিকে জানান যে, চীনের প্রেসিডেন্ট বহুপক্ষীয় শান্তি আলোচনার জন্য তাগিদ দিতে চান। একইসঙ্গে, পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়ে চীনের জোর আপত্তি তিনি পুনর্ব্যক্ত করবেন।