বিচারিক সংস্কার বন্ধের আহ্বান ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্ট দেশটির কট্টর ডানপন্থী সরকারকে বিচারিক সংস্কার বন্ধ করতে আহ্বান জানিয়েছেন। এ সংস্কারের বিরুদ্ধে দেশটিতে হাজারো মানুষ বিক্ষোভ করছেন। খবর আল জাজিরা'র।
শনিবার (২৫ মার্চ) টেলিভিশনে প্রচারিত এক সংক্ষিপ্ত বক্তব্যে গালান্ট বলেন, 'গভীর হতে থাকা এ বিভাজন ধীরে ধীরে দেশের সামরিক ও প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রবেশ করছে। এটি ইসরায়েলের নিরাপত্তার জন্য একটি পরিষ্কার, আশু ও প্রকৃত হুমকি।'
গালান্ট বলেন নেতানিয়াহুর কোয়ালিশন সরকারকে বিরোধীদের সঙ্গে আলোচনায় বসতে হবে। এছাড়া বিচারব্যবস্থার এ সংস্কার আগামী ৫ এপ্রিল শুরু হতে যাওয়া ইহুদি পাসওভার ছুটির আগ পর্যন্ত বন্ধ রাখার আহ্বানও করেন তিনি।
গত জানুয়ারিতে প্রস্তাবিত বিচারিক সংস্কারের ঘোষণা দেওয়ার পর থেকেই ইসরায়েলজুড়ে গণ-আন্দোলন শুরু হয়েছে। প্রতি সপ্তাহেই হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন।
সর্বশেষ গত শনিবার কয়েক হাজার মানুষ রাজধানী তেল আবিবে বিক্ষোভ করেন। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী ওই বিক্ষোভে প্রায় দুই লাখ মানুষ উপস্থিত হয়েছিলেন।
ইসরায়েলের সরকার বিচারব্যবস্থায় নতুন যেসব সংস্কারের প্রস্তাব করছে সেগুলোর বাস্তবায়ন হলে সরকারের আইন প্রণয়ন ও নির্বাহী শাখার ওপর উচ্চ আদালতের আইন প্রয়োগের ক্ষমতা সীমিত হয়ে পড়বে এবং কোয়ালিশন আইনপ্রণেতারা বিচারক নিয়োগে অনেক বেশি ক্ষমতা পাবেন।
বর্তমানে দেশটিতে বিচারক নিয়োগ দেওয়া হয় প্যানেলের মাধ্যমে। এ প্যানেলে রাজনীতিবিদ ও অন্য বিচারকেরা মতৈক্যে পৌঁছানোর মাধ্যমে বিচারক নিয়োগ করেন। প্রস্তাবিত সংস্কারে এ ব্যবস্থার পরিবর্তন আসবে এবং কোয়ালিশন সরকার বিচারক নিয়োগে সিদ্ধান্ত নিতে পারবে।
সমালোচকেরা বলছেন, এ ধরনের সংস্কার ইসরায়েলের আদালতগুলোকে দুর্বল করে তুলবে এবং সরকারকে অবাধ ক্ষমতা দেবে। এর ফলে অধিকার ও স্বাধীনতা ঝুঁকির মুখে পড়বে, যার প্রভাব দেখা যাবে দেশটির অর্থনীতি ও পশ্চিমা মিত্রদের সঙ্গে সম্পর্কে। পশ্চিমা দেশগুলো ইতোমধ্যে এ সংস্কার প্রসঙ্গে নিজেদের উদ্বেগের কথা প্রকাশ করেছে।
সমালোচকদের আশঙ্কা নেতানিয়াহু এ সংস্কার ব্যবহার করে তার বিরুদ্ধে থাকা দুর্নীতির অভিযোগ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করবেন। তবে দুর্নীতির অভিযোগ নেতানিয়াহু প্রত্যাখ্যান করেছেন, একইসঙ্গে এ ধরনের কোনো পরিকল্পনার কথাও অস্বীকার করেছেন।
'আমি এর ভেতরে থাকব না,' গালান্ট বলেন। তবে সরকার তার পরিকল্পনা এগিয়ে নিয়ে গেলে তিনি কী করবেন সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি প্রতিরক্ষামন্ত্রী। গালান্টের বিবৃতির মাধ্যমে নেতানিয়াহুর ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বেশি ডানপন্থী কোয়ালিশন সরকারে এ প্রথম কোনো ফাটলের ইঙ্গিত দেখা গেল।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েল সেনাবাহিনীতেও এ সংস্কার নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। ইসরায়েলিরা তাদের সেনাবাহিনীকে দেশের সবচেয়ে ঐক্যবদ্ধ প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করে।
বিচারিক সংস্কার হলে সামরিক রিজার্ভে যোগদানের আহ্বানে সাড়া না দেওয়ার জন্য একদল ইসরায়েলি এর আগে আহ্বান জানিয়েছিলেন। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে গালান্ট বলেছিলেন, এমনটা হলে ইসরায়েলের যুদ্ধপ্রস্তুতি ও জাতীয় ঐক্য দুর্বল হবে।
ইসরায়েলের রিজার্ভ সেনাদের একটি ক্রমবর্ধমান অংশ গত সপ্তাহে তাদের স্বেচ্ছাসেবী দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর হুমকি দেন।
'ইসরায়েলি সমাজে ঘটে যাওয়া ঘটনাগুলোর আঁচ দেশটির সেনাবাহিনীতেও লাগে,' ইহুদি সাবাথ শেষে টেলিভিশন বক্তব্যে বলেন গালান্ট। 'সবদিক থেকে রাগ, বেদনা, ও হতাশার তীব্র অভূতপূর্ব অনুভূতি তৈরি হচ্ছে। আমি চোখের সামনে দেখতে পাচ্ছি কীভাবে আমাদের শক্তির উৎস ক্রমশ ক্ষয়ে আসছে।'
বিচারিক সংস্কারের এ উদ্যোগ ইসরায়েলের গণতন্ত্রের পরিস্থিতি নিয়ে বাইরের দেশগুলোতে উদ্বেগ তৈরি করেছে। দেশটির অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা একটি অর্থনৈতিক ধাক্বার বিষয়ে এ সপ্তাহে সতর্ক করে দিয়েছেন। গালান্ট জানান তিনি বিচারিক সংস্কারকে সমর্থন করেছিলেন, কিন্তু এ সংস্কার বিস্তৃত মতৈক্যের ভিত্তিতে হতে হবে।
এদিকে গালান্টের মন্ত্বব্যের পর তাকে বরখাস্ত করার জন্য নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন দেশটির কট্টর ডানপন্থী পুলিশমন্ত্রী ইতামার বেন গাভির।