বিচারিক সংস্কার বন্ধের আহ্বানের পরপরই প্রতিরক্ষামন্ত্রী বরখাস্ত, ইসরায়েলজুড়ে ব্যাপক বিক্ষোভ
বিচারব্যবস্থা সংস্কারের বিতর্কিত পরিকল্পনার বিরুদ্ধে কথা বলায় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে। এর পরই প্রতিবাদে রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ। খবর বিবিসির।
ইয়োভ গ্যালান্টকে এক বৈঠকে ডেকে পাঠিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, প্রতিরক্ষামন্ত্রী হিসেবে গ্যালান্টের ওপর তার আর আস্থা নেই।
গালান্ট দেশটির কট্টর ডানপন্থী সরকারকে বিচারিক সংস্কার বন্ধ করতে আহ্বান জানানোর পরপরই তাকে বরখাস্ত করা হলো।
বিচারব্যবস্থার ক্ষমতা সীমিত করার পরিকল্পনার বিরুদ্ধে কয়েক মাস ধরে বিক্ষোভ চলছে ইসরায়েলে।
বিক্ষুব্ধ ইসরায়েলিরা তেল আবিবের প্রধান সড়ক অবরোধ করে। বিয়ারশেবা, হাইফা, জেরুজালেমসহ অনেক জায়গায় বিক্ষোভ হয়। ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের দিকেও যেতে দেখা গেছে অনেক বিক্ষোভকারীকে।
একজন সরকারি কর্মকর্তা বিবিসিকে বলেন, নেতানিয়াহু 'একটি গণতান্ত্রিক দেশের সমস্ত সীমা অতিক্রম করে গেছেন'।
তেল আবিবে জাতীয় পতাকা হাতে রাস্তায় নেমে এসে অন্যতম প্রধান একটি মহাসড়ক দুই ঘণ্টার বেশি সময় অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা। এরপর পুলিশ ও জলকামান ব্যবহার করে তাদের হটিয়ে দেওয়া হয়।
এছাড়া জেরুজালেমে নেতানিয়াহুর বাড়ির কাছে বিক্ষোভরত জনতার বিরুদ্ধে জলকামান ব্যবহার করেছে পুলিশ ও সৈনিকরা।
বিক্ষোভের নেতারা অভিযোগ করেছেন, নেতানিয়াহু স্বৈরশাসকের মতো আচরণ করে ইসরায়েলের নিরাপত্তা ধ্বংস করছেন।
গ্যালান্টের অপসারণকে বিরোধীদলের নেতা ইয়ার লাপিদ সরকারের নীচতার নতুন মাত্রা হিসেবে আখ্যা দিয়েছেন।
ইসরায়েলের সরকার বিচারব্যবস্থায় নতুন যেসব সংস্কারের প্রস্তাব করছে সেগুলোর বাস্তবায়ন হলে সরকারের আইন প্রণয়ন ও নির্বাহী শাখার ওপর উচ্চ আদালতের আইন প্রয়োগের ক্ষমতা সীমিত হয়ে পড়বে এবং জোটের আইনপ্রণেতারা বিচারক নিয়োগে অনেক বেশি ক্ষমতা পাবেন।
বর্তমানে দেশটিতে বিচারক নিয়োগ দেওয়া হয় প্যানেলের মাধ্যমে। এ প্যানেলে রাজনীতিবিদ ও অন্য বিচারকরা মতৈক্যে পৌঁছানোর মাধ্যমে বিচারক নিয়োগ করেন। প্রস্তাবিত সংস্কারে এ ব্যবস্থার পরিবর্তন আসবে এবং জোট সরকার বিচারক নিয়োগে সিদ্ধান্ত নিতে পারবে।