ট্রাম্পকে হাতকড়া পরানো হবে না
নিউ ইয়র্কে আগামী সপ্তাহে আদালতে উপস্থিত হওয়ার সময় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে হাতকড়া পরানো হবে না বলে জানিয়েছেন তার আইনজীবী। খবর বিবিসি'র।
ট্রাম্পের আইনজীবী জো টাকোপিনা বলেছেন, তিনি 'নিশ্চিত (প্রসিকিউটরেরা) এ ঘটনা থেকে সর্বোচ্চ প্রচারণা পেতে চাইবেন কিন্তু ট্রাম্পের হাতে হাতকড়া লাগানো হবে না।'
টাকোপিনা আরও বলেন, 'আমি জানি তারা আদালতের আশেপাশের রাস্তা বন্ধ করে দেবে, পুরো আদালত এলাকায় সবকিছু থামিয়ে দেবে।'
'আমরা সেখানে যাব… নির্দোষ দাবি করব এবং মোশন ফাইল করার বিষয়ে কথা বলব। এ কাজটা আমরা দ্রুত এবং আগ্রাসিভাবেই করব,' মন্তব্য করেন ট্রাম্পের আইনজীবী।
এদিকে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠন প্রসঙ্গে ডেমোক্রেটিক পার্টির একজন জ্যেষ্ঠ সিনেটার এলিজাবেথ ওয়ারেন বলেছেন, 'কেউই আইনের ঊর্ধ্বে নন, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টও না।'
'এটা আমাদের দেশের জন্য খুবই প্রশান্ত একটি সময়, ইতিহাসের একটি প্রকৃত মুহূর্ত,' বলেন সিনেটর ওয়ারেন।