মঙ্গলবার ন্যাটোতে যোগ দেবে ফিনল্যান্ড: মহাসচিব
এর ফলে সুইডেনও আরও নিরাপদ হবে, বলেন জেনস স্টলটেনবার্গ।
ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ সোমবার (৩ এপ্রিল) জানিয়েছেন, আগামীকাল মঙ্গলবার ন্যাটোতে যোগ দেবে ফিনল্যান্ড।
ফিনল্যান্ডের এ পদক্ষেপের ফলে দেশটি আরও নিরাপদ এবং ন্যাটো আরও শক্তিশালী হবে বলে মন্তব্য করেন তিনি।
'প্রথমবারের মতো আমরা ন্যাটোর সদরদপ্তরে ফিনিশ পতাকা উত্তোলন করব। এটি হবে ফিনল্যান্ডের নিরাপত্তা, নর্ডিক অঞ্চলের নিরাপত্তা ও সার্বিকভাবে ন্যাটোর জন্য একটি দারুণ দিন,' ব্রাসেলসে সাংবাদিকদের বলেন স্টলটেনবার্গ।
এর ফলে সুইডেনও আরও নিরাপদ হবে, বলেন তিনি।