'সত্যিকারের' পুরুষকেই খুঁজছে রাশিয়া! আরো সৈন্য নিয়োগে ভিডিও বিজ্ঞাপন
ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে পেশাদার সৈন্য নিয়োগ বাড়াতে সম্প্রতি রাশিয়ান সামরিক বাহিনী ভিডিও ক্যাম্পেইন চালু করেছে। ক্যাম্পেইনে সৈন্য হতে আগ্রহী নাগরিকদের 'সত্যিকারের পুরুষ' হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। খবর রয়টার্সের।
একইসাথে বিজ্ঞাপনের ভিডিওতে স্বাভাবিক নাগরিকদের জীবনের চাইতে সামরিক জীবন অধিক আকর্ষণীয় বলেও প্রচারণা চালানো হচ্ছে।
রাশিয়ান গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ইউক্রেনে নিজেদের শক্তিমত্তা বাড়াতে মস্কো চুক্তিভিত্তিক আরও প্রায় ৪ লাখ পেশাদার সৈন্য নিয়োগের চেষ্টা করছে।
ইতোমধ্যেই ভিডিও বিজ্ঞাপনটি রাশিয়ার সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে প্রচার করা হচ্ছে।
যুদ্ধে ঠিক কত সংখ্যক রাশিয়ান সৈন্য আহত কিংবা নিহত হয়েছে সে সম্পর্কে দেশটির পক্ষ থেকে নির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়নি।
তবে সম্প্রতি ফাঁস হওয়া যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সংক্রান্ত অতি গোপনীয় নথি অনুযায়ী, প্রায় ৪৩ হাজার রাশিয়ান সৈন্য চলমান যুদ্ধে নিহত হয়েছে। অন্যদিকে প্রায় ১৭,৫০০ ইউক্রেনীয় এ যুদ্ধে নিহত হয়েছে বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপনে আগ্রহী নাগরিকদেরকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি চুক্তি স্বাক্ষরের জন্য বলা হয়েছে।
চুক্তি অনুযায়ী নিয়োগপ্রাপ্ত হলে এই সৈন্যদের মাসিক ২,৪৯৫ ডলার মার্কিন ডলার (২০৪,০০ রুবল) বেতন দেওয়া হবে।
ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি গায়ে সামরিক পোশাক ও হাতে ভারী মেশিনগান নিয়ে একটি সুপারমার্কেটে দাঁড়িয়ে আছেন। পরক্ষণেই একই ব্যক্তিকে নিরাপত্তারক্ষীর পোশাক পরা অবস্থায় দেখা যায় এবং প্রশ্ন করা হয়, "আপনি কি এমন রক্ষক হওয়ারই স্বপ্ন দেখেছিলেন?"
ভিডিওর পরবর্তী অংশে এক সৈন্যকে অন্য বেশ কয়েকজন সৈন্যের সাথে যুদ্ধক্ষেত্রের মতো একটি কুয়াশাছন্ন স্থান থেকে হেঁটে আসতে দেখা যায়।
পরক্ষণে ঐ একই ব্যক্তিকে ব্যায়ামাগারের প্রশিক্ষক হিসেবে ভারোত্তোলনে সহায়তা করতে দেখা যায়। তখন ভিডিওতে প্রশ্ন করা হয়, "আপনি কি এখানেই নিজের শক্তিমত্তা দেখাতে চান?"
এছাড়াও ভিডিওতে একজন ট্যাক্সি ড্রাইভারকে সৈন্য হিসেবে যোগ দিতে দেখা যায়। একইসাথে বিজ্ঞাপনে বলা হয়, "আপনি একজন 'সত্যিকারের' পুরুষ"
তবে রাশিয়ার সেনা সংগ্রহের উদ্যোগ এই প্রথম নয়। যুদ্ধ শুরুর পর গত বছরের সেপ্টেম্বরেও সেনাসদস্য বাড়ানোর উদ্যোগ নিয়েছিল মস্কো।
এমনকি তখন সেনা হিসেবে নাম লেখাতে হবে, এই ভয়ে অনেক রাশিয়ান নাগরিক দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন বলেও গুঞ্জন রয়েছে।
সম্প্রতি কয়েক সপ্তাহ ধরে মস্কোর পথে-ঘাটে পেশাদার সেনা নিয়োগের বিজ্ঞাপন লিফলেট, পোস্টার আকারেও প্রচারণা চালানো হচ্ছে। পোস্টারে লেখা রয়েছে, "মাতৃভূমিকে রক্ষা করাই আমাদের পেশা।"
পোস্টারে সেনা হিসেবে বন্দুক চালানো, রাস্তা নির্মাণ, সামরিক চিকিৎসা প্রদান, গাড়ি ও ট্যাঙ্ক চালাতে পারদর্শী এমন সব কাজে নিয়োগের কথা বলা হয়েছে।
একইসাথে বিজ্ঞাপনে সেনা হিসেবে যোগদানকে 'সম্মানজনক ও ভালো বেতনের' চাকরি হিসেবেও প্রচার করা হচ্ছে।