আগামী বছর প্রকাশিত হবে পেদ্রো আলমোদোবারের ছোটগল্প সমগ্র
স্পেনের বিখ্যাত সিনেমা নির্মাতা পেদ্রো আলমোদোবারের অপ্রকাশিত ছোটগল্প সমগ্র ইংরেজি ভাষায় আগামী বছরের সেপ্টেম্বর মাসে প্রকাশিত হবে। অনুবাদের কাজটি করবেন আইরিশ সাহিত্যিক অনুবাদক ও লেখক ফ্রাংক উইন।
ছোটগল্প সমগ্রটির নাম দেওয়া হয়েছে 'দ্য লাস্ট ড্রিম'। এতে মোট ১২ টি গল্প রয়েছে। গল্পগুলোতে কমেডি, অটোফিকশন, প্যারোডিসহ নির্মাতার সিনেমাটিক কাজের সাধারণ থিমের প্রতিফলন ঘটেছে।
বইটিকে আলমোদোবার নিজের 'খণ্ডিত আত্মজীবনী' এবং 'সামান্য রহস্যময়' বলে অভিহিত করেছেন। এর ভেতরে থাকা গল্পগুলো ১৯৬০ এর দশকের শেষের দিক থেকে শুরু করে বর্তমান পর্যন্ত ভিন্ন ভিন্ন সময়ে লেখা হয়েছে।
ক্যারিয়ারে অসংখ্য কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন আলমোদোবার। এরমধ্যে 'অল এবাউট মাই মাদার' সিনেমাটি বিদেশী ভাষার ক্যাটাগরিতে অস্কার লাভ করেছে। আর 'টক টু হার' সিনেমাটি অস্কার, গোল্ডেন গ্লোবসহ বেশ কয়েকটি পুরস্কারে ভূষিত হয়েছে। তার সর্বশেষ সিনেমা 'স্ট্রেঞ্জ ওয়ে অফ লাইফ' এ অভিনয় করেছেন পেড্রো প্যাসকেল ও ইথান হক।
ছোটগল্প সমগ্রের পরিচিতিতে আলমোদোবার বলেন, "আমাকে একাধিকবার আত্মজীবনী লেখার জন্য অনুরোধ করা হয়েছে। তবে আমি বরাবরই সেটা প্রত্যাখ্যান করেছি। এমনকি আমার আত্মজীবনী লিখতে অন্য কাউকে অনুমতি প্রদানের অনুরোধও করা হয়েছে। কিন্তু একজন ব্যক্তি হিসাবে শুধু আমার সম্পর্কে সম্পূর্ণরূপে একটি বই প্রকাশের ধারণার প্রতি আমি একমত ছিলাম না।"
আলমোদোবার আরও বলেন, "আমি কখনো নিজের ডায়েরি ব্যবহার করিনি। যখন চেষ্টা করেছি, দুই পৃষ্ঠা পর্যন্ত পৌঁছাতে পারিনি। সেদিক থেকে এই বইটিকে একটি প্যারাডক্স বলা যেতে পারে। বইটিকে একটি 'খণ্ডিত আত্মজীবনী', অসম্পূর্ণ এবং 'সামান্য রহস্যময়' হিসাবে বর্ণনা করা যেতে পারে।"
বইটির নাম গল্প 'দ্য লাস্ট ড্রিম' মূলত আলমোদোবার মায়ের মৃত্যুর ঘটনাটি ঘিরে। মার্কিন যুক্তরাষ্ট্রে বইটি হারপারভিয়া প্রকাশনী থেকে প্রকাশ করা হবে।
এ সম্পর্কে হারভিল সেকার প্রকাশনীর সিনিয়র এডিটর এলি স্টিল বলেন, "এটা জেনে খুব রোমাঞ্চিত হয়েছি যে, আলমোদোবার ছোটবেলা থেকেই গল্প লিখতেন। তার এই গল্পগুলো জীবন ও শিল্প এবং কল্পকাহিনী ও বাস্তবতার মধ্যে একটা সম্পর্ক গড়ে তুলেছে।"