এবার কানাডার কূটনীতিককে বহিষ্কার করে পাল্টা জবাব ভারতের
কানাডায় খালিস্থানী নেতা হরদিপ সিং নিজ্জর হত্যার পেছনে ভারত সরকারের হাত থাকতে পারে বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এর জের ধরে সোমবার (১৮ সেপ্টেম্বর) ভারতীয় এক কূটনীতিককে বহিষ্কারের পর আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) পাল্টা জবাব হিসেবে কানাডার এক জ্যেষ্ঠ কূটনীতিককে বহিষ্কার করেছে ভারত সরকার। আগামী ৫ দিনের মধ্যে ওই কূটনীতিককে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার কানাডার হাউজ অব কমন্সের সভায় ট্রুডো বলেন, কানাডার গোয়েন্দা সংস্থা হারদিপ সিং নিজ্জরের হত্যার সঙ্গে ভারত সরকারের সংশ্লিষ্টতার 'বিশ্বাসযোগ্য' প্রমাণ খুঁজে পেয়েছে।
তবে কানাডা সরকারের এমন অভিযোগকে 'অযৌক্তিক' বলে নাকচ করে দিয়েছে ভারত।
এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রুডোর মন্তব্যকে প্রত্যাখ্যান করে এটিকে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, 'আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং আইনের শাসনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।'
বিবৃতিতে অভিযোগ তোলা হয়েছে, কানাডা দীর্ঘ সময় ধরে ভারতের নিরাপত্তার প্রতি হুমকিস্বরুপ 'খালিস্তানি সন্ত্রাসী ও চরমপন্থীদের' আশ্রয় দিয়ে আসছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, 'কানাডার মাটিতে চলতে থাকা সব ধরনের ভারতবিরোধী কাযর্কলাপরে বিরুদ্ধে কার্যকর আইনি পদক্ষেপ নেওয়ার জন্য কানাডা সরকারের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি।'
হরদিপ সিং নিজ্জর ছিলেন কানাডায় বসবাসকারী শিখ নেতা। কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের একটি শিখ মন্দিরের বাইরে গত ১৮ জুন আততায়ীর গুলিতে নিহত হন তিনি।
ভারত সরকারের অভিযোগ, হরদিপ সিং সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন খালিস্তানি টাইগার ফোর্স এবং শিখস ফর জাস্টিস- এর কানাডা শাখার নেতা ছিলেন; স্বাধীন শিখ রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে ছিলেন তিনি। এ লক্ষ্যে নিজ্জর ভারতে বেশ কয়েকবার সন্ত্রাসী হামলা চালিয়েছিলেন বলেও অভিযোগ ভারত সরকারের। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন নিজ্জর।
এদিকে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাম্প্রতিক মন্তব্যের পরপরই কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি সাংবাদিকদের জানান, এই ঘটনার জের ধরে কানাডা পবন কুমার নামের একজন ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করেছে।
একই ঘটনার জেরে মঙ্গলবার সকালে ভারতে অবস্থিত সিনিয়র কানাডিয়ান কূটনৈতিককে বহিষ্কারাদেশ দেয় ভারত সরকার।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এক বিবৃতিতে জানিয়েছেন, 'কানাডার হাই কমিশনারকে তলব করা হয়েছে এবং ভারত সরকারের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। আগামী পাঁচদিনের মধ্যে তাকে ভারত ত্যাগ করতে হবে।'