চ্যাটজিপিটির সাথে এবার কথাও বলা যাবে; মানুষের মতোন স্বরেই কথা বলবে!
কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত চ্যাটবট– চ্যাটজিপিটি তুমুল সাড়া জাগিয়েছে বাজারে আসার পর থেকেই। গতকাল সোমবার এর ডেভেলপার ওপেনএআই জানিয়েছে, এখন থেকে চ্যাটজিপিটির সাথে আলাপও করতে পারবেন ব্যবহারকারীরা। এজন্য নতুন কিছু ফিচার যুক্ত করা হয়েছে।
সোমবার কোম্পানির এক ব্লগ পোস্টে এ ঘোষণা আসে। সেখানে বলা হয়, নতুন এই ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা চাইলে বাচ্চাদের ঘুমানোর আগে গল্প পড়ে শোনানোর অনুরোধ করতে পারবেন। চ্যাটজিপিটিকে ডিনার টেবিলে পারিবারিক বিতর্কের মধ্যস্ততা করতেও ব্যবহার করা যাবে।
অ্যামাজনের অ্যালেক্সা ও অ্যাপলের সিরি ভয়েস অ্যাসিস্ট্যান্টের সাথে এই ফিচারের সাদৃশ্য আছে।
চ্যাটজিপিটির নতুন আপডেট ইনস্টল করলেই ফিচারটি চালু করা যাবে।
এই আপডেটের একটি নমুনাও প্রকাশ করেছে ওপেনএআই। সেখানে ল্যারি নামক একটি সূর্যমুখী ফুলের গল্প (শিশুতোষ একটি গল্প) পড়ে শোনানোর অনুরোধ করেন একজন ব্যবহারকারী। এতে সাড়া দিয়ে মানুষের মতোন স্বরেই চ্যাটজিপিটি গল্পটি বলে যায়। 'ল্যারির বাড়ি কেমন ছিল' বা 'তার সবচেয়ে প্রিয় বন্ধু কে ছিল' - গল্পের মধ্যে চ্যাটজিপিটিকে এমন প্রশ্ন করা হলেও– এটি তার উত্তর দিয়েছে।
ওপেনএআই তাদের ব্লগপোস্টে জানায়, 'টেক্সট টু স্পিচ মডেল, বা লিখিত তথ্যকে পড়ে শোনানোর সামর্থ্য থেকেই চ্যাটজিপিটির এই ফিচারটি কাজ করে। এটি মানুষের মতোন কণ্ঠস্বরে উচ্চারণে সক্ষম। এমনকী ব্যবহারকারীদের কয়েক সেকেন্ডের সংলাপের নমুনা থেকেও এটি শিখতে পারে।'
কোম্পানিটি আরও জানায়, মানবকণ্ঠ অনুকরণের জন্য তারা পেশাদার পাঁচজন ভয়েস আর্টিস্ট (কণ্ঠশিল্পী) এর সাহায্য নিয়েছে।
এখানেই শেষ নয়, ছবি নিয়েও বিস্ময়কর ফিচার আনছে ওপেনএআই। নতুন এই ফিচারও অচিরেই চালু হবে বলে জানিয়েছে কোম্পানিটি। কীভাবে কাজ করবে এটি? ধরুন, আপনার বাসার ফ্রিজে রাখা শাকসবজি, মাছমাংসের ছবি তুলে চ্যাটজিপিটিতে আপলোড করতে পারবেন, এরপর তাকে জিজ্ঞেস করে জেনে নিতে পারবেন এগুলো দিয়ে কী কী খাবার বানানো যাবে। অ্যাপে একটি ড্রয়িং টুলও থাকবে, যা দিয়ে ছবির বিশেষ কোনো অংশে ফোকাস করতে পারবেন আপনি।
চ্যাটজিপিটি প্লাস এবং এন্টারপ্রাইজ সার্ভিসেস- এর প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য আগামী দুই সপ্তাহের মধ্যেই নতুন এ ফিচারটি আসবে।