পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন পিয়েরে আগোস্তিনি, ফেরেন্স ক্রাউজ ও অ্যান লিয়ের
২০২৩ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন তিন দেশের তিন বিজ্ঞানী। তারা হলেন: মার্কিন বিজ্ঞানী পিয়েরে আগোস্তিনি, হাঙ্গেরীয় বিজ্ঞানী ফেরেন্স ক্রাউজ ও ফরাসি বিজ্ঞানী অ্যান লিয়ের।
নোবেল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, পদার্থের ইলেকট্রন ডাইনামিকস গবেষণায় আলোর অ্যাটোসেকেন্ড স্পন্দন তৈরির পরীক্ষণলব্ধ প্রক্রিয়া নিয়ে গবেষণার জন্য তাদেরকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।
বাংলাদেশ সময় মঙ্গলবার সুইডেনের স্টকহোম থেকে চলতি বছরের পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। তিন নোবেলজয়ী পুরস্কারের ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনা ভাগ করে নেবেন।
এ বছর পদার্থবিদ্যায় নোবেলজয়ী বিজ্ঞানীরা অতি ক্ষুদ্র সময়ের আলোক-স্পন্দন তৈরির পদ্ধতি বের করেছেন। এত ক্ষুদ্র সময়ের স্পন্দন যে, এর মাধ্যমে ইলেকট্রনের অতি দ্রুত নড়াচড়ার ছবিও তোলা যায়।
পিয়েরে আগোস্তিনি এখন যুক্তরাষ্ট্রের ওহাইয়ো স্টেট ইউনিভার্সিটি, ফেরেন্স ক্রাউজ জার্মানির মিউনিখ ইউনিভার্সিটি এবং অ্যান লিয়ের সুইডেনের লান্ড ইউনিভার্সিটিতে গবেষণা করছেন।
গত বছরও পদার্থবিজ্ঞানে তিন বিজ্ঞানীকে যৌথভাবে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। পদার্থবিজ্ঞানে অনন্য অবদান রাখায় গত বছর যৌথভাবে নোবেল জিতেছিলেন ফ্রান্সের অ্যালাইন অ্যাসপেক্ট, যুক্তরাষ্ট্রের জন এফ ক্লজার ও অস্ট্রিয়ার অ্যান্টন জেলিঙ্গার।
গতকাল (২ অক্টোবর) চিকিৎসাবিজ্ঞানে অবদান রাখা বিজ্ঞানীদের নাম ঘোষণার মাধ্যমে শুরু হয় এ বছরের নোবেল পুরস্কার প্রদান। এ বছর করোনার এমআরএন টিকা আবিষ্কারে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতেছেন ক্যাতালিন কারিকো এবং ড্রু ওয়াইজম্যান।
আগামীকাল বুধবার (৪ অক্টোবর) রসায়নে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। তারপর বৃহস্পতিবার (৫ অক্টোবর) সাহিত্যে এবং শুক্রবার (৬ অক্টোবর) শান্তিতে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে। সবশেষে আগামী ৯ অক্টোবর ঘোষণা করা হবে অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম।