ফ্যাশন হাউজ প্রাদা-কে দিয়ে স্পেস স্যুট বানাবে নাসা
২০২৫ সালে চাঁদে নভোচারী পাঠানোর পরিকল্পনা করছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। তারজন্য স্পেস স্যুটের ডিজাইনে পরিবর্তন আনা হচ্ছে। আর এই কাজের জন্য নিয়োগ পেয়েছে ইতালীয় ফ্যাশন হাউজ 'প্রাদা'। খবর বিবিসির।
অ্যাক্সিওম স্পেস নামের একটি প্রাইভেট কোম্পানির সঙ্গে স্যুটের পুরো ডিজাইন প্রক্রিয়ায় যুক্ত থাকবে প্রাদা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে অ্যাক্সিওম জানিয়েছে, এই প্রকল্পে স্পেস স্যুটের উপকরণ বাছাই ও পোশাক তৈরিতে প্রাদার দক্ষতা কাজে লাগানো হবে।
নাসার পাঁচটি অভিযানে যুক্ত থাকা ও চারবার স্পেসওয়াক করা অধ্যাপক জেফরি হফম্যান বলেন, বিভিন্ন ধরনের কাপড় নিয়ে প্রাদার অভিজ্ঞতা আছে এবং নতুন স্পেস স্যুটের বাইরের স্তরে কিছু সত্যিকারের প্রযুক্তিগত অবদান রাখতে পারে প্রতিষ্ঠানটি।
তিনি আরো বলেন, তবে স্পেস স্যুটে অভিনব কোন নকশা দেখার প্রত্যাশা করা উচিত নয়। কারণ স্পেস স্যুট একধরনের ক্ষুদ্র মহাকাশযান। এটিকে অবশ্যই নভোচারীদের চাপ এবং অক্সিজেন সরবরাহ করতে হবে এবং তাদেরকে যথাযথ তাপমাত্রায় রাখতে সক্ষম হতে হবে।
চলতি বছরের শুরুতেই অ্যাক্সিওম একটি প্রটোটাইপ স্পেস স্যুট উন্মোচন করে, যা নাসার ২০২৫ সালের আর্টেমিস ৩ মিশনে ব্যবহার করা হবে বলে জানানো হয়। স্যুটটির ওজন ছিল ৫৫ কেজি এবং বলা হয়েছিল সেটি নারী নভোচারীর জন্য বেশি উপযুক্ত হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে নাসা এবং প্রাদা জানায়, চন্দ্রপৃষ্ঠে আরো বেশি অনুসন্ধানের লক্ষ্যে স্পেস স্যুটে উদ্ভাবনী প্রযুক্তি এবং ডিজাইন ব্যবহার করা হবে ।
আর্টেমিস ৩ মিশনের মাধ্যমে ১৯৭২ সালের অ্যাপলো ১৭ অভিযানের পর প্রথমবার চাঁদে নভোচারী অবতরণ করানো হবে। এবং এই অভিযানের ক্রুদের মধ্যে একজন নারী থাকবেন। অর্থাৎ মিশন সফল হলে প্রথমবার কোনো নারী চাঁদে পা রাখবেন।