ইসরায়েল সফরের পর সৌদি আরব যাবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
ইসরায়েলকে সমর্থন জানাতে ইহুদিবাদী রাষ্ট্রটিতে সফর করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। বৃহস্পতিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে এক বৈঠক করেন তিনি। সেখানে দখলদার ইসরায়েলের পক্ষে ব্রিটিশ সরকারের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন, এবং এ অঞ্চলে যুক্তরাজ্যের ত্রাণ সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি দেন।
ঋষি সুনাক বলেন, 'ইসরায়েলের গভীর সংকটকালে আমি একজন বন্ধু হিসেবে আপনাদের পাশে দাঁড়াচ্ছি। আপনাদের বন্ধু হিসেবে, আমরা সহমর্মী হয়ে পাশে থাকব… আমরা চাই জয় আপনাদেরই হোক।'
এদিকে ইসরায়েলে এই সফরের পর সৌদি আরব যাবেন ঋষি সুনাক। সেখানে তিনি দেশটির প্রধান যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে দেখা করবেন।
সুনাকের মুখপাত্র একথা জানিয়েছেন। সৌদি আরবকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক অংশীদার উল্লেখ করে তিনি সাংবাদিকদের বলেন, 'আজ সন্ধ্যায় তিনি (ঋষি সুনাক) সৌদি আরবে গিয়ে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে সাক্ষাৎ করবেন।'