‘ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালানোর চেষ্টা করছে ইসরায়েল,’ নিউ ইর্য়ক টাইমসের রাইটারের পদত্যাগ
গাজায় ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালানোর চেষ্টা করছে ইসরায়েল- এমন অভিযোগে একটি খোলা চিঠিতে সাক্ষরের পর পদত্যাগ করেছেন মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস ম্যাগাজিনের এক রাইটার।
জ্যাজমিন হিউ নামক সে রাইটারের পদত্যাগের বিষয়ে নিউ ইয়র্ক টাইমস গত শুক্রবার জানায়, গাজায় ফিলিস্তিনি নাগরিকদের ওপর গণহত্যা চালানোর চেষ্টা করছে ইসরায়েল- এমন অভিযোগ সংক্রান্ত একটি খোলা চিঠিতে স্বাক্ষর করার মাধ্যমে জ্যাজমিন এই গণমাধ্যমের সম্পাদকীয় নীতিবিরোধী কাজ করেছেন।
২০১৫ সালে নিউ ইয়র্ক টাইমস ম্যাগাজিনে রাইটার হিসেবে যোগ দেন জ্যাজমিন। কাজের স্বীকৃতি হিসেবে একাধিক জাতীয় পুরস্কারও জিতেছেন তিনি।
সাংবাদিক এবং ফিলিস্তিনের হাজারো বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করে গত সপ্তাহে লেখকদের সংগঠন রাইটার্স এগেইনস্ট ওয়ার অন গাজা একটি বিবৃতি প্রকাশ করে। এ বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে জ্যাজমিনের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। বিবৃতিতে ইসরায়েলকে একটি বর্ণবাদী রাষ্ট্র হিসেবেও উল্লেখ করে সংগঠনটি।
ইসরায়েল-হামাস যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দিয়ে আসছে নিউ ইয়র্ক টাইমস। বিবৃতিটি বিশেষ করে এ যুদ্ধে নিউ ইয়র্ক টাইমসের অবস্থানের একটি সমালোচনা।
এক ইমেইল বার্তায় গত শুক্রবার ম্যাগাজিনটির সম্পাদক জেক সিলভারস্টেইন বলেন, 'আমি তার (জ্যাজমিন) ব্যক্তিগত মতামতকে শ্রদ্ধা জানাই। কিন্তু তিনি যা করেছেন তা দ্য নিউ ইয়র্ক টাইমসের নীতিবিরোধী।'
সিলভারস্টেইন বলেন, জ্যাজমিন এ বছরের শুরুতেও ট্রান্সজেন্ডার সংক্রান্ত ইস্যুতে প্রতিষ্ঠানের নীতি লঙ্ঘন করেছিলেন।
'তখন আমি তার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করি এবং তাকে জানাই যে একজন সাংবাদিক হিসেবে এভাবে জনসাধারণের আন্দোলনের পক্ষে অবস্থান ব্যক্ত করাটা প্রতিষ্ঠানের নীতিবিরোধী। এবং আমরা দুজনেই একই সিদ্ধান্তে উপনীত হই যে তার পদত্যাগ করা উচিত,' বলেন তিনি।
এ বিষয়ে জ্যাজমিন তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাননি। সিলভারস্টেইনের ইমেইল বার্তা ব্যতীত নিউ ইয়র্ক টাইমসও কিছু জানায়নি।