চার্চিলের প্রাসাদের সোনার টয়লেটের হদিস নেই আজও, ৪ বছর পর অভিযুক্ত ৪ জন!
বছর চারেক আগে যুক্তরাজ্যের ব্লেনহেম প্যালেস থেকে স্বর্ণের তৈরি একটি টয়লেট চুরি হয়। স্বর্ণের তৈরি হলেও এটি পুরোপুরি ব্যবহার উপযোগী ছিল। এর মূল্য প্রায় ৬০ লাখ ডলার। এই প্রাসাদেই জন্মগ্রহণ করেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল।
ইতালীয় শিল্পী মৌরিজ্জ কাতালান এই টয়লেটটি তৈরি করেন। টয়লেটটির নামকরণ করা হয়েছিল 'আমেরিকা'। প্রাসাদে একটি প্রদর্শনী অনুষ্ঠানে দুই দিনের জন্য টয়লেটটি প্রদর্শন করা হয়। প্রাসাদটি লন্ডন থেকে ৬৫ মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত।
চুরির এই ঘটনায় দীর্ঘদিন পর চারজনকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করেছে ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস)। তারা হলেন, জেমস শিন (৩৯), মাইকেল জেনস (৩৮), ফ্রেড ডো (৩৫) ও বোরা গাকাক (৩৯)। তাদের বিরুদ্ধে চুরি, চুরি করা সম্পত্তি স্থানান্তর ও ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।
যুক্তরাজ্যের থেমস ভ্যালি পুলিশের কাছে করা এ সংক্রান্ত একটি অভিযোগ অনুযায়ী, ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর রাতে টয়লেটটি চুরি হয়। দুষ্কৃতকারীরা রাতের কোনো এক সময় প্রাসাদে প্রবেশ করে এবং ভোর ৪টা ৫০ মিনিটের দিকে তারা সেখান থেকে চলে যায়।
থেমস ভ্যালি পুলিশের ডিটেকটিভ ইন্সপেক্টর জেস মিলন বলেন, চুরি হওয়া স্বর্ণের টয়লেটটি অতি উচ্চমূল্যের একটি শিল্প। এটি প্যালেসে প্রদর্শনীর জন্য উপস্থাপন করা হয়েছিল। টয়লেটটিতে পানির সংযোগ দেওয়া ছিল। চোরেরা টয়লেটটি নিয়ে যাওয়ায় পানিতে ভেসে প্রাসাদটির বেশ ক্ষতিও হয়েছিল।
"আমাদের ধারণা, এ অপকর্মের জন্য দুষ্কৃতকারীরা সম্ভবত দুটি গাড়ি ব্যবহার করেছিল," যোগ করেন তিনি।
সিপিএস জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। তাদের ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে।
এর আগে, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের গাগেনহামে টয়লেটটি প্রদর্শন করা হয়েছিল। সেখানে দর্শনার্থীদের তিন মিনিটের জন্য টয়লেটটি ব্যবহারের একটি সুযোগও রাখা হয়েছিল।
টয়লেটটি চুরির পর থেমস ভ্যালি পুলিশ ৬৬ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করে। তাকে অবশ্য এ ঘটনায় অভিযুক্ত করা হয়নি।
ডিউক অব মালবোরোর ভাই এডওয়ার্ড স্পেন্সার-চার্চিল চুরি হওয়ার আগের মাসে বলেছিলেন, এই টয়লেটটি চুরি করা এতটা সহজ নয়।
আগামী ২৮ নভেম্বর অভিযুক্ত চার ব্যক্তিকে অক্সফোর্ড ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হবে। তবে দীর্ঘ চার বছর পেরিয়ে গেলেও আজও টয়লেটটি খুঁজে পাওয়া যায়নি।