১১৬ বছর বয়সে মারা গেলেন বিশ্বের ২য় বয়স্ক নারী, মৃত্যুর আগে খেয়েছেন প্রিয় খাবার!
বিশ্বের দ্বিতীয় বয়স্ক নারী ও জাপানের সবচেয়ে বয়স্ক নারী ফুসা তাতসুমি ১১৬ বছর বয়সে মারা গেছেন। গতকাল (মঙ্গলবার) দেশটির ওসাকার কাশিওয়ারাতে এক নার্সিং হোমে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুর আগে তাতসুমি জাপানিজ খাবার বিন পেস্ট জেলি খেয়েছিলেন। এটি ছিল তার প্রিয় খাবার।
জীবনদশায় তাতসুমি দুইটি বিশ্বযুদ্ধ ও বেশ কয়েকটি মহামারী দেখেছেন। গতবছর ১১৯ বছর বয়সী জাপানিজ কেন তানাকা মৃত্যুর পর তিনি ছিলেন দেশটির সবচেয়ে বয়স্ক নারী।
বিশ্ব ইতিহাসে তাতসুমি ছিলেন ২৭ তম ব্যক্তি যিনি ১১৬ বছর বেঁচেছেন। একইসাথে সপ্তম জাপানিজ হিসেবে তিনি এই রেকর্ড গড়েছেন।
তাতসুমির জন্ম ১৯০৭ সালে। তার স্বামী পেশায় কৃষক এবং তার তিন সন্তান রয়েছে। সম্প্রতি বেশিরভাগ সময়েই তিনি হাসপাতালে কাটিয়েছিলেন।
তবে তাতসুমির বড় ধরনের কোনো স্বাস্থ্যগত সমস্যা ছিল না। এমনকি ৭০ বছর পার হয়ে যাওয়ার পর উরুর হাড় ভেঙ্গে যাওয়া ছাড়া আর কোনো গুরুতর অসুস্থ তিনি হননি।
তাতসুমির বড় সন্তান ৭০ বছর বয়সী কানজি বলেন, "''আমার মনে হয় আমার মা এত বছর বাঁচার ক্ষেত্রে দারুণভাবে জীবনযাপন করেছেন।" একইসাথে বাগান পরিচর্যা করার শখও ছিল তার।
তাতসুমির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ওসাকার গভর্নর হিরোফুমি ইয়োশিমুরা। গত সেপ্টেম্বর মাসেও তিনি এই নারীর দীর্ঘজীবনের উদযাপন উপলক্ষে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।
মৃত্যুর পর মাইক্রো ব্লগিং সাইট এক্স-এ গভর্নর বলেন, "আমার এখনও মনে আছে মিসেস তাতসুমি তখন কতটা সুস্থ ছিলেন!"
বিশ্বের দেশগুলোর মধ্যে গত আয়ুর দিক থেকে জাপান বেশ এগিয়ে। তাই তুলনামূলক অনেক বেশি বয়সী বহু মানুষ দেশটিতে রয়েছে।