গাজায় হামলা বন্ধ না হলে ভূমধ্যসাগরে নৌ চলাচল বন্ধ করে দেওয়ার হুমকি ইরানের
গাজায় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা 'অপরাধ' বন্ধ না করলে ভূমধ্যসাগর দিয়ে নৌ চলাচল বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন ইরানের রেভল্যুশনারি গার্ডের এক কমান্ডার।
ইরানের গণমাধ্যম তাসনিমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। তবে কীভাবে এ পদক্ষেপ নেওয়া হতে পারে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
গার্ডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ রেজা নাকদি বলেছেন, 'তারা অচিরেই ভূমধ্যসাগর, জিব্রাল্টার প্রণালী ও অন্যান্য জলপথ দিয়ে নৌ চলাচল বন্ধ করে দেওয়ার অপেক্ষায় থাকবেন।'
এদিকে হোয়াইট হাউসের অভিযোগ, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইরান 'গভীরভাবে জড়িত'। তবে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা জোর দিয়ে বলছেন, হামলার জন্য তাদের ইরানের সাহায্যের দরকার নেই।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েল-হামাস সংঘাত শুরু হওয়ার পর থেকে লোহিত সাগর ও আশপাশের নৌ-সীমায় কয়েকটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা।