বিজ্ঞান ও শিল্পের সংমিশ্রণ: রিসাইকেল করা ধাতু দিয়ে যেভাবে ল্যাবে তৈরি হচ্ছে হীরা
শৌখিনতা ও অভিজাত্যের প্রতীক হীরা। স্বচ্ছ এ রত্নপাথর বিলিয়ন বছর ধরে ভূ-গর্ভের অতি উচ্চ তাপে ও চাপে থেকে প্রাকৃতিকভাবে উৎপন্ন হয়। হীরা দিয়ে দামী গহনা ও শৌখিন বস্তুসামগ্রী তৈরি করা হলেও– অ্যানাবেলা চ্যান নামের একজন পুরষ্কার বিজয়ী ব্রিটিশ ডিজাইনার, আসল হীরা ব্যবহার না করে গহনা তৈরি করে থাকেন ল্যাবে উৎপাদিত রত্ন ও পুনর্ব্যবহৃত (রিসাইকেল করা) ধাতু দিয়ে।
মূলত হীরার খনিতে কাজের শোচনীয় পরিবেশ দেখেই তিনি ল্যাবে এভাবে কৃত্রিম রত্ন ও গহনা তৈরির সিদ্ধান্ত নেন।
সেন্ট্রাল লন্ডনে নাইটসব্রিজ নামের একটি বুটিক বিপণী রয়েছে অ্যানাবেলার। সেখানে তিনি রয়টার্সকে বলেন, 'এটি বিশ্বের সবচেয়ে মূল্যবান পণ্যগুলোর মধ্যে (প্রাকৃতিক হীরা) অন্যতম, কিন্তু আমার কাছে তাদের কোন অর্থবোধ তৈরি হয়নি।'
অ্যানাবেলা চ্যানের ল্যাব উৎপাদিত হীরায়, ক্যান থেকে পুনর্ব্যবহৃত অ্যালুমিনিয়াম এবং চাষের মাধ্যমে পাওয়া মুক্তো ব্যবহার করা হয়েছে। এ ধরনের কৃত্রিম হীরা কেমন বিক্রি বা আয় হয়েছে– এমন কোনো তথ্য না দিলেও কোভিড মহামারির সময় থেকেই গ্রাহকদের কাছে তার এ কৃত্রিম রত্নের উচ্চ চাহিদা তৈরি হয়, যা এখনো বজায় রয়েছে। উদ্ভাবনী এ শিল্পী নভেম্বরে ব্রিটিশ লাক্সারি অ্যাওয়ার্ডে 'গেম চেঞ্জার' পুরষ্কার জেতেন।
এডাহন গোলান ডায়মন্ড রিসার্চ অ্যান্ড ডেটা অনুসারে, সাম্প্রতিক বছরগুলিতে ল্যাব-উৎপাদিত জুয়েলারির বাজার বার্ষিক ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং এই ব্যবসার বৈশ্বিক মুনাফা ১৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
তবে বাজারে এরকম আরও কৃত্রিম রত্ন তৈরির উৎপাদনকারী চলে আসায় ল্যাব উৎপাদিত হীরার দাম ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। এই প্রতিযোগিতার মধ্যে– ব্র্যান্ডগুলো অন্যদের থেকে নিজেদের আলাদা করতে গহনার ডিজাইনে পার্থক্য আনার চেষ্টা করছে।
ল্যাব-উৎপাদিত হীরার অন্যতম বড় বিক্রেতা প্রতিষ্ঠান প্যানডোরার প্রধান জোশুয়া ব্রাম্যান বিশ্বাস করেন যে, ল্যাবে প্রস্তুত করা এসব রত্ন আরও সৃজনশীলভাবে গহনার নকশা করার সুযোগ দেয়। তাছাড়া এসব গহনার স্থায়িত্বও আরেকটি বড় পার্থক্যকারী, যা সবাই নিশ্চিত করতে পারে না।
যারা কার্বন-ডাই-অক্সাইড নির্গমন শোষণের প্রযুক্তি ব্যবহার করেন, শুধু এমন সরবরাহকারীদের ওপরই চ্যান নির্ভর করেন। নাহলে তাঁর মতে, হীরা তৈরিতে এই কার্বন-ডাই-অক্সাইড-ই আবার বাতাসে ছড়িয়ে পড়বে। তিনি আরও বলেন, 'তাই কার্যকরভাবে নেতিবাচক কিছু গ্রহণ করে– এটিকে ইতিবাচক কিছুতে পরিণত করছি আমি।'